ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নকল জুস তৈরির কারখানা

প্রকাশিত: ০৯:৫৯, ২১ মে ২০১৯

 নকল জুস তৈরির কারখানা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার বিকেলে বগুড়ার বিসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত একটি নকল জুস তৈরির কারখানা সিল করেছে। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগেই কারখানার মালিক পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। জানা গেছে, শহরের বিসিক এলাকায় সেলিম রেজা নামে এক ব্যক্তি ড্রাগন ফুড এ্যান্ড বেভারেজ নাম দিয়ে কোন প্রকার অনুমোদন ছাড়াই জুস তৈরি ও বোতলজাত করে বাজারে বিক্রি করে আসছিল। একটি কোম্পানির নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন নাম দিয়ে এসব জুস বাজারে ছাড়া হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জুস একটি কোম্পানির প্যাকেট ও বোতলের আদলে তৈরি। এর লোগোও নকল। কারখানায় কোন সাইনবোর্ড নেই।
×