ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ মে ২০১৯

 বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করার জন্য যা করতে হয়, নির্বাহী বিভাগ সেই বিষয়ে সব ধরনের সহযোগিতা দেবে। শনিবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে কসবা উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন নিয়ে সুপ্রীমকোর্টের দেয়া বিবৃতি প্রতিবন্ধকতা হবে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি বা সুপ্রীমকোর্টের আপীল বিভাগ যেটা বলেছেন, সেটা হলো, বিচারাধীন কোনও মামলা সম্পর্কে ব্যক্তিগত অভিমত দিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা যাবে না। বিচারাধীন বিষয়ে কোনও কথা না বললে বিচারকদের ওপর কিন্তু কোন প্রভাব পড়ে না। সে জন্যই প্রধান বিচারপতি ও আপীল বিভাগের বিচারপতিরা ওই বিবৃতি দিয়েছেন। আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না, আপনারা যে রিপোর্ট করেন তা বন্ধ করতে ওই বিবৃতি দেয়া হয়েছে। যেটা তারা বলেছেন, মামলাটি পেন্ডিং কিন্তু বিচার কাজ শেষ হয়নি, এমতাবস্থায় ওই বিচার নিয়ে রিপোর্ট করলে তা আদালতের ওপর প্রভাব ফেলবে। এর আগে কসবা উপজেলা সমিতির আয়োজনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
×