ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রিয়াঙ্কা জাদুতে কংগ্রেসের আসন বাড়বে?

প্রকাশিত: ১১:২৪, ১৫ মে ২০১৯

প্রিয়াঙ্কা জাদুতে কংগ্রেসের আসন বাড়বে?

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে শেষ ও সপ্তম দফার ভোট ১৯ মে। উত্তরপ্রদেশের ১৩ আসনসহ আটটি রাজ্যের ৫৯টি আসনে ভোট হবে ওইদিন। তবে বাড়তি নজর অবশ্যই থাকবে উত্তরপ্রদেশে। কারণ রাজ্যটি ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র। ৮০টি আসন ও বেশিরভাগ প্রার্থী ভিভিআইপি। গত একমাস ধরে এই রাজ্য চষে বেড়িয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। জনসভা, রোড শো, গাড়ির ছাদে বসে হাত নাড়া, আশপাশে কর্মী সমর্থকের আবদারে সেলফি, জনসংযোগ বাড়াতে কি-ই না করেছেন প্রিয়াঙ্কা! এমনকি তার মনভোলানো হাসি, সোজাসাপ্টা কথাবার্তা, রাজনীতির চেনা ছকের বাইরে তরতাজা মুখ এবং পাহাড়প্রমাণ প্রত্যাশার যোগফলের নাম প্রিয়াঙ্কা, যার অনভিজ্ঞ কাঁধে উত্তরপ্রদেশের দায়িত্ব চাপিয়ে দাদা রাহুল গান্ধী নিশ্চিন্তে প্রচার চালিয়েছেন সারাদেশে। খবর ইয়াহু নিউজের। দাদা রাহুল গান্ধীর কেন্দ্র আমেথি, মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বেরিলি সামলে উত্তরপ্রদেশে দলকে কার্যত একাই কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা। রাজনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে আইসিইউ’তে চলে যাওয়া দলকে জাগিয়ে তোলা এত সহজ নয়। উত্তরপ্রদেশে ছয় দফার ভোট হয়ে গেছে। সপ্তম পর্বের ভোট ১৯মে। অর্থাৎ দীর্ঘ ভোটপর্ব একেবারে শেষের দিকে চলে আসার পর দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কতটা প্রভাব ফেলতে পারলেন প্রিয়াঙ্কা? উত্তরপ্রদেশের ধুলো মাখা পথে তিনি কম ঘোরেননি। কোন সন্দেহ নেই, উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞাসা করলে ইতিবাচক জবাব মিলবে। এমনকি কট্টর বিজেপি সমর্থকও মানবেন, প্রিয়াঙ্কা আসায় কংগ্রেসের কিছুটা লাভ হয়েছে।
×