ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিজেপিকে ভোট দিতে বলার পাশাপাশি গুলিও চালাল কেন্দ্রীয় বাহিনী ॥ মমতা

প্রকাশিত: ১১:৪০, ১৩ মে ২০১৯

 বিজেপিকে ভোট দিতে বলার পাশাপাশি গুলিও চালাল কেন্দ্রীয় বাহিনী ॥ মমতা

জনকণ্ঠ ডেস্ক ॥ ষষ্ঠ দফার নির্বাচনেও হিংসা এড়ানো যায়নি। তা নিয়ে এবার বিজেপির ওপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার বারুইপুরে নির্বাচনী সভা ছিল তার। সেখান থেকেই মোদি সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। খবর আনন্দবাজার, ওয়ান ইন্ডিয়া ও এনডিটিভির। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বাংলায় বিজেপি গুন্ডামি করছে বলে এ দিন অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, ‘সকাল থেকে অত্যাচার করছে কেন্দ্রীয় বাহিনী। অনেক জায়গায় মারধর করেছে ওরা। আইনশৃঙ্খলা কেন্দ্রীয় বাহিনীর বিষয়ই নয়। রাজ্য সাংবাদিকদের পিটিয়েছে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে পড়ে ওটা। তা সত্ত্বেও বেআইনীভাবে সারাদিন ছেলেমেয়ে, এমনকি বাহিনী। সব নরেন্দ্র মোদির কথায়। ধিক্কার জানাই ওদের।’ বিজেপির উদ্দেশে তোপ দেগে মমতা বলেন, ‘ওরা ভাবছে কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করিয়ে দিয়ে যাবে। মানুষের ভোটগুলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেবে। কিন্তু ওরা ভাবতে পারে না, কেন্দ্রীয় বাহিনীর বন্দুকের আঘাতে বাংলার মানুষের মাথা নত করা যায় না। এটুকু বুদ্ধি ওদের নেই।’ ৬ষ্ঠ দফার ভোটের আগেই সহিংসতায় নিহত ১ ॥ ষষ্ঠ দফার ভোট শুরুর আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের পশ্চিমবঙ্গ। শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের জুনাসোলায় বিজেপির বুথ সভাপতির উপর হামলা চালানো হয়। হামলায় বিজেপির বুথ সভাপতি শ্রী রামিন সিংয়ের মৃত্যু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরাই তাকে খুন করেছে। যদিও তৃণমূলের তরফ থেকে এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। নুসরাত সুন্দরী, আমি দেখতে সুন্দরী না-মমতা ॥ নুসরাত জাহানের সঙ্গে তফাত একটাই। সেটা কী? মমতা ব্যানার্জি বললেন, ও দেখতে সুন্দর আর আমি দেখতে সুন্দরী নই। শনিবার হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরাতকে সঙ্গে নিয়ে বক্তৃতা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই তিনি বলেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরাত মুসলমান।
×