ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শেরপুরে টর্নেডোর ছোবলে লন্ডভন্ড শতাধিক বাড়ি

প্রকাশিত: ১০:৪৮, ১৩ মে ২০১৯

 শেরপুরে টর্নেডোর ছোবলে লন্ডভন্ড শতাধিক বাড়ি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ মে ॥ শেরপুরের ঝিনাইগাতীতে টর্নেডোর ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও গাছপালা। শনিবার গভীর রাতে উপজেলার নলকূড়া ও কাংশা ইউনিয়নে উপর দিয়ে ওই টর্নেডো আকস্মিক আঘাত হানে। এতে রাংটিয়া, নওকুচি, শালচুড়া, ভালুকা, সন্ধ্যাকুড়া, জারুলতলাসহ কয়েকটি গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। টর্নেডোর ছোবলে রাংটিয়া থেকে নওকুচি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ২০টি বিদ্যুতের খুঁটি উপড়ে পরেছে। এতে ওইসব এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রবিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ টর্নেডোর ছোবলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। নলকূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা জানান, টর্নেডোর আঘাতে তার ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক বিধ্বস্ত বাড়িঘরের লোকজন খোলা আকাশের নিচে রয়েছে। এ ছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক জানান, শনিবার রাত ১টায় বয়ে যাওয়া টর্নেডোর ছোবলে নওকুচি, বানাইপাড়া, গান্ধিগাঁওসহ বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়ে পড়েছে পুরো এলাকার বিদ্যুত সংযোগ।
×