ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইপিএলে শিরোপা উৎসব আজ

প্রকাশিত: ১০:১৮, ১২ মে ২০১৯

 ইপিএলে শিরোপা উৎসব আজ

জিএম মোস্তফা ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের ৩৭ ম্যাচ শেষ। তবে শিরোপা নির্ধারণ হয়নি এখনও। শেষ ম্যাচেই আজ নির্ধারিত হবে কে জিতবে লীগ শিরোপা। শুরু থেকে দুর্দান্ত লড়াই করেই শিরোপার লড়াই জমিয়ে তুলে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। নিজেদের শেষ ম্যাচে যদি পেপ গার্ডিওলার শিষ্যরা পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারে তাহলেই শিরোপা উৎসব করবে এ্যাগুয়েরো-সিলভা-জেসুসরা। তবে ফলাফল ভিন্ন কিছু হলেই কপাল খুলে যেতে পারে লিভারপুলের। কেননা ম্যানচেস্টার সিটির চেয়ে যে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ ম্যাচে অংশ নিতে আজ ব্রাইটন সফরে যাবে সিটিজেনরা। অপরদিকে একইদিন ২৯ বছরের শিরোপা স্বপ্ন দূর করতে উলভসকে আতিথেয়তা দেবে লিভারপুল। ম্যাচে জয়লাভের পাশাপাশি তাদের ভাগ্যদেবীর কৃপা পেতে হবে যাতে সিটিজেনরা জয়লাভে ব্যর্থ হয়। তাহলেই কেবল শিরোপা জয়ের আশা পূর্ণ হতে পারে জার্গেন ক্লপের শিষ্যদের। তবে বর্তমান অবস্থায় ক্লপের চেয়ে পেপ গার্ডিওলাই শিরোপা জয়ের জন্য বেশি ফেবারিট। অবশ্য এই মৌসুমের যে পরিসংখ্যান সেটিও দুই দলের জন্য অনন্য। ৯৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লীগে সর্বশেষ ১৩ ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে। যার ফলে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রথমবারের মতো শিরোপা অক্ষুণ্ণ রাখার দ্বারপ্রান্তে রয়েছে তারা। এদিকে ৯৪ পয়েন্ট সংগ্রহকারী ক্লপবাহিনী মৌসুমের মধ্যভাগ থেকেই দলকে পুনর্গঠিত করে। সর্বশেষ টানা আট ম্যাচে জয় নিয়ে তারা শিরোপার দৌড়ে পিছে লেগে রয়েছে সিটিজেনদের সঙ্গে। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের জন্য এখনও মরিয়া হয়ে আছে রেডরা। সাউথ কোস্টেই ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের সুযোগ রয়েছে। তবে সোমবার লিচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের স্নায়ুক্ষয়ী জয়ের পর গার্ডিওলা বলেছিলেন, এখনই কোন কিছুর নিশ্চয়তা দেয়া যায় না। তার মতে, ‘ছেলেরা যথেষ্ট পরিপক্ব এবং আমাদের হাতে রয়েছে একটি মাত্র ম্যাচ। ব্রাইটনের ওই ম্যাচটি বেশ কঠিন হবে। আর্সেনালে তারা জয় পেয়েছে। এক সপ্তাহ আগে এফএ কাপের সেমি-ফাইনালে আমরা তাদের মোকাবেলা করেছি। সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল।’ তবে শেষ ম্যাচের জয় পাওয়াটা গৌরবের বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে গার্ডিওলা বলেন, ‘তারা খেলবে গৌরবের জন্য। তবে ফলাফল নির্ভর করছে আমাদের ওপর। আমরা ৭ পয়েন্টের দূরত্বে ছিলাম। তারপরও সুযোগ দেইনি। এই সময়ে আমরা টানা ১৩ ম্যাচে জয় নিয়ে এখনও সেখানেই রয়েছি।’ কোচ হিসেবে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনাতেই বাজিমাত করেছিলেন গার্ডিওলা। সেখান থেকে বেয়ার্ন মিউনিখেও সাফল্যের দেখা পেয়েছেন তিনি। এবার প্রিমিয়ার লীগেও দাপট দেখাচ্ছেন এই স্প্যানিয়ার্ড। গত মৌসুমে ১০০ পয়েন্ট সংগ্রহ করে প্রিমিয়ার লীগের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছিল গার্ডিওলার দল। তবে এবার আর সেটি সম্ভব হচ্ছে না। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা প্রমাণ করেছে একই রকম কান্ড ঘটানোর যোগ্যতা তাদের আছে। লীগের অধিকাংশ ম্যাচেই প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে ম্যানসিটি। আদায় করেছে ৯১টি গোল। তবে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই তারা জয় পেয়েছে মাত্র ১-০ গোলে। শিরোপার দৌড়ে থাকা ক্লাবটি টানা দ্বিতীয় শিরোপা জয় করতে পারলে ইংলিশ ফুটবলে নিজেদের শাসক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ এখন ট্রেবল শিরোপা জয়ের বেশ কাছাকাছি রয়েছে ম্যানচেস্টার সিটি। এদিকে লিভারপুল লীগ শিরোপা জিততে না পারলেও সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ন হওয়ার। কেননা ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শেষ চারে যে অবিশ্বাস্য কামব্যাক করে জার্গেন ক্লপের দল। বার্সিলোনার বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হেরেও দ্বিতীয় লেগে ৪-০ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জায়গা করে নেয় লিভারপুল। যে কারণে শেষ ম্যাচে আজ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে ক্লপের শিষ্যরা। শেষ ম্যাচের আগে ক্লপ জানিয়েছেন, নিজেদের মাঠে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে তার দল। তারপর অন্য মাঠের ফলাফল নিয়ে ভাববেন লিভারপুলের কোচ।
×