ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ওমরাহ টিকেট সঙ্কট নিরসন দাবি

প্রকাশিত: ১০:১৩, ১২ মে ২০১৯

 ওমরাহ টিকেট সঙ্কট নিরসন দাবি

স্টাফ রিপোর্টার ॥ চলতি মৌসুমে ওমরাহ টিকেট সঙ্কট নিরসনের দাবি জানিয়েছে হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের ফ্লাইটে খুবই আসন সঙ্কট ও দ্বিগুণ ভাড়া বৃদ্ধিতে উদ্ভূত জটিলতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণের জোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে হাব। শনিবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম উদ্ভূত পরিস্থিতি তুলে ধরে এ দাবি জানান। এতে লিখিত বক্তব্যে তসলিম বলেন, চলতি বছর ওমরাহ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এয়ারলাইন্সগুলোতে আসন সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। এ সুযোগে এয়ারলাইন্সগুলো বিমান ভাড়া অসহনীয় মাত্রায় বৃদ্ধি করেছে। আগে যেখানে ঢাকা-জেদ্দা-ঢাকা সরাসরি বিমানভাড়া ছিল ৫০ হাজার টাকা বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা ওমরাহ যাত্রীদের বিমানভাড়া ৮০-৮৫ হাজার টাকা। কোন কোন ক্ষেত্রে ৯০-৯৫ হাজার টাকাও নেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে বেশি ভাড়া দিয়েও ফ্লাইটের টিকেট পাওয়া যাচ্ছে না। বিগত বছরগুলোতে সৌদি কর্তৃপক্ষ বছরের নির্দিষ্ট ৬/৭ মাস (জানুয়ারি থেকে জুন) পর্যন্ত ওমরাহ ভিসা প্রদান করলেও চলতি বছর থেকে সারাবছর (হজের এক সপ্তাহ বাদ দিয়ে) ভিসা প্রদান করছে। গত ৮ মে পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ৬২ হাজার ৫০৮ জনকে ভিসা দিয়েছে। বিমানে আসন সঙ্কটের কারণে বহু ওমরাহ যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র রোজার মাসে সময়মতো টিকেট না পেলে ২০ হাজার যাত্রী ওরমাহ পালন করতে পারবেন না।
×