ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বেশি দামে মাংস বিক্রি ॥ অর্থদণ্ড

প্রকাশিত: ০৯:০৩, ৮ মে ২০১৯

চট্টগ্রামে বেশি দামে  মাংস বিক্রি ॥  অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার নগরীর অক্সিজেন এলাকায় রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস ও সবজি বিক্রি করায় সাত বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। জানা গেছে, অভিযান চালানো হয় অক্সিজেন এলাকার জাহাঙ্গীর মার্কেট, চৌধুরী কমপ্লেক্স এবং সিরাজ মার্কেটে। সেখানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস ও সবজি বিক্রির প্রমাণ পাওয়া যায়। দোকানে ৫৩০ টাকার গরুর মাংস ৬শ’ টাকায় বিক্রি করছিলেন তিন বিক্রেতা। ভ্রাম্যমাণ আদালত মোঃ বাদশা, মোঃ আজগর আলী এবং আবদুস শুক্কুর নামের তিন বিক্রেতাকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করে। সবজির মূল্যের তালিকা না টাঙ্গিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় জরিমানা করা হয় চার বিক্রেতাকে।
×