ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বরিশাল বোর্ডে এবারও মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ১৩:০১, ৭ মে ২০১৯

 বরিশাল বোর্ডে এবারও মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) বরিশাল শিক্ষাবোর্ডের পাসের হার ৭৭ দশমিক ৪১। আর বিগত বছরের ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫-এর বেলায় এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছরে ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৪১ ও মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৩৩। পাশাপাশি মেয়েরা দুই হাজার ২১৭টি জিপিএ-৫ পেয়েছে, যার থেকে ছেলেরা ২৪৫টি জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেরা মোট এক হাজার ৯৭২টি জিপিএ-৫ পেয়েছে। আর বিষয় ভিত্তিতেও ও পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা। বেড়েছে জিপিএ-৫ বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী মোট জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৮৯ জন পরীক্ষার্থী। যারমধ্যে ছেলেরা পেয়েছে এক হাজার ৯৭২ জন ও মেয়েরা পেয়েছে দুই হাজার ২১৭ জন। অপরদিকে গতবছর তিন হাজার ৪৬২ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসেবে এ বছরে ৭২৭টি জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। হিসেব অনুযায়ী পাঁচ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড।
×