ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পায়ুপথের ফিস্টুলা

প্রকাশিত: ১২:৪২, ৭ মে ২০১৯

 পায়ুপথের ফিস্টুলা

পায়ুপথের বিভিন্ন রোগের অন্যতম হলো ফিস্টুলা। এই রোগে পায়ুপথের চারদিকের চামড়ার কোন এক স্থান থেকে পায়ুপথের ভিতরের দিক পর্যন্ত একটি সরু নালী বা পথ তৈরি হয়। মূলত এই নালীর একটি বাইরের প্রবেশমুখ এবং অন্যটি অভ্যন্তরীণ মুখ থাকে। এই নালীটির মধ্যে জীবাণু সংক্রমিত থাকে এবং যখন এই সংক্রম বেশি হয় তখন পুঁজ তৈরি হয়ে বাইরের মুখ দিয়ে বের আসে। অনেক সময় বার বার সংক্রমণ অথবা অত্যধিক সংক্রমণের কারণে নালীপথটির শাখা প্রশাখা তৈরি হয়ে রোগটির চিকিৎসা জটিল থেকে জটিলতর করে তোলে। কেন হয়? পায়ুপথের কিছু গ্রন্থিতে জীবাণু সংক্রমণের কারণে প্রাথমিক অবস্থায় পুঁজ তৈরি হয় এবং এই পুঁজ আশপাশের অংশে ছড়িয়ে পড়ে। তখন একে বলা হয় পায়ুপথের ফোঁড়া বা অহড়-ৎবপঃধষ অনংপবংং। উপযুক্ত সময়ে চিকিৎসা নিতে পারলে এটি ভাল হয়ে যায়। যদি ফোঁড়া ফেটে যায় কিংবা চিকিৎসা নিতে বিলম্ব হয় তখন ফোঁড়া বা এবসেস থেকে ফিস্টুলা তৈরি হয়। কিভাবে বুঝবেন; লক্ষণ ও উপসর্গ মলদ্বার বা পায়ুপথে ব্যথা বা টনটনে ভাব, বসতে অসুবিধা, গায়ে জ্বর, মলদ্বারের পাশের চামড়ায় গরম ভাব এবং কোন বয়স্ক রোগীর ক্ষেত্রে উপরোক্ত উপসর্গের সঙ্গে প্র¯্রাব বন্ধ হয়ে যাওয়া দেখলে- মনে করতে হবে আপনার পায়ুপথে ফোঁড়া বা এবসেস হয়ে থাকতে পারে। এসব ক্ষেত্রে দেরি না করে নিকটবর্তী চিকিৎসকের পারমর্শ নিতে হবে। পুঁজ হয়ে গেলে শল্য চিকিৎসা বা সার্জারীর মাধ্যমে পুঁজ বের করে ফেলতে হবে। ফিস্টুলা হলে নালীর বাইরের মুখ থেকে মাঝে মাঝে পুঁজ বা পানি বের হয়। এন্টিবায়োটিক খেলে কখনো কখনো এটা কমে যায় এবং কিছুদিন পর পুনরায় দেখা দেয়। ফিস্টুলার চিকিৎসা কি? কেউ যদি পায়ুপথের ফিস্টুলায় আক্রান্ত হয়ে থাকেন তবে তাকে একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই শল্য চিকিৎসা বা সার্জারীর প্রয়োজন হয় এবং উপযুক্ত সার্জারী করিয়ে নিলে ফিস্টুলা ভাল হয়ে যায়। ফিস্টুলা অপারেশনে সাফল্যের হার কেমন অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ ফিস্টুলা রোগ একবার অপারেসনেই ভাল হয়ে যায়। ক্ষেত্র বিশেষে জটিল ফিস্টুলার ক্ষেত্রে ঝঃধমব চৎড়পবফঁৎব বা একাধিক ধাপে চিকিৎসার প্রয়োজন হতে পারে। ঈড়সঢ়ষবী বা জটিল ফিস্টুলার চিকিৎসা নিতে হলে অবশ্যই একজন দক্ষ ও অভিজ্ঞ কলোরেকটাল সার্জনের পরামর্শ নিতে হবে। ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহযোগী অধ্যাপক (সার্জারী) প্রয়োজনে : ০১৭৪৪-২৪৫২৪৭
×