ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তীব্র গরমে ডায়াবেটিস রোগীদের করণীয়

ডা. শাহজাদা সেলিম

প্রকাশিত: ০১:০১, ২৩ এপ্রিল ২০২৪

তীব্র গরমে ডায়াবেটিস রোগীদের করণীয়

এ বৈশাখে বাতাসের তাপমাত্রা সকল রেকর্ড ছাপিয়ে যাচ্ছে

অতিরিক্ত গরমে ডায়াবেটিস রোগীদের জন্য আরেকটি উদ্বেগজনক দিক হলো, এ সময় শরীরে ব্লাড সুগার অস্বাভাবিক পরিমাণে বাড়ে-কমে এবং হাইপোগ্লাইসেমিয়া ও হাইপারগ্লাইসেমিয়ার সম্ভাবনা থাকে

এ বৈশাখে বাতাসের তাপমাত্রা সকল রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের সকল জেলা-উপজেলার অবস্থা মোটামুটি একই রকম। রাজধানীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড অতিত্রম করছে [তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড অতিত্রম করলে তাকে তীব্র দাবদাহ আখ্যা দেওয়া হয়], কিন্তু বায়ুম-লের আর্দ্রতা খুবই কম। অনেকটা মরুদেশীয় আবহাওয়ার মতোই।  
এরূপ মারাত্মক আবহাওয়ায় সকল বয়সের মানুষ, সকল রোগের বা নীরোগ মানুষ নানাবিধ স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হতে পারেন। তবে, ডায়াবেটিস রোগীদের বিশেষভাবে সতর্ক হবার দরকার আছে; না হলে পানি শূন্যতা থেকে শুরু করে, প্রস্রাবের প্রদাহ, ত্বকের সংক্রমণ, এলার্জিসহ বিভিন্ন রকম জটিলতা হতে পারে। 
এসব সমস্যা যে সব ডায়াবেটিস রোগীর কিডনির অবস্থা ভালো নয়/ উচ্চ রক্তচাপ আছে/ হৃদরোগ আছে অথবা যাদের বেশি পরিমাণে ইন্সুলিন লাগে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যে, ডাইউরেটিক্স জাতীয় উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করতে হয়, তাদেরকে জোরালো ভাবে আক্রান্ত করতে পারে।
ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে গরম আবহাওয়া কি ধরনের সমস্যা সৃষ্টি করে?
* গরম আবহাওয়ায় শরীরের জলবিয়োজন একটি গুরুতর সমস্যা। এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। ডায়াবেটিস রোগীদের উচিত এ সময়ে অধিক পরিমাণে তরলজাতীয় খাবার গ্রহণ করা এবং ঘন ঘন জলপানের প্রতি গুরুত্ব দেওয়া।
* অতিরিক্ত গরমে ডায়াবেটিস রোগীদের জন্য আরেকটি উদ্বেগজনক দিক হলো, এ সময় শরীরে ব্লাড সুগার অস্বাভাবিক পরিমাণে বাড়ে-কমে এবং হাইপোগ্লাইসেমিয়া ও হাইপারগ্লাইসেমিয়ার সম্ভাবনা থাকে। 
গরম আবহাওয়ার ডায়াবেটিসের ঝুঁকিগুলো কি কি?
* যারা ব্লাডসুগার কমানোর জন্য চিকিৎসা নিচ্ছেন গরম আবহাওয়ায় তাদের হাইপোগ্লিসেমিয়া বাড়ার ঝুঁকি রয়েছে। গরম এবং আর্দ্র্র আবহাওয়ায় শরীরে মেটাবোলিজমের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে হাইপোগ্লিসেমিয়া বাড়ারও সম্ভাবনা থাকে।
* গরমে ঘর্মাক্ত বা ক্লান্ত হয়ে পড়া হাইপোগ্লেসিমিয়ার লক্ষণ হতে পারে। তাই এগুলো এড়িয়ে যাওয়া ঠিক হবে না। গাড়ি চালানোর সময় নিজের বাড়তি যতœ নিন এবং প্রতিবার দীর্ঘভ্রমণের আগে ও পরে ব্লাড সুগার পরীক্ষা করুন।
* হাইপো রক্তের গ্লুকোজ কমে যাবার ঝুঁকি প্রতিরোধে, বিশেষত যখন গরমের মধ্যে শারীরিক পরিশ্রম করেন, রক্তে গ্লুকোজের পরিমাণ ঘন ঘন পরীক্ষা করান। কার্বোহাইড্রেট থেকে দূরে থাকার জন্য গ্লুকোজ ট্যাবলেট জাতীয় ওষুধ সঙ্গে রাখুন।
* স্থান এবং তাপমাত্রা পরিবর্তনের সময় আপনার দেহে ইন্সুলিনের মাত্রা দেখে নিন। যদি ব্লাড সুগার কম বা বেশি হয় হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

লেখক : সহযোগী অধ্যাপক 
এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

×