ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা পুরস্কার পাওয়ায় ড. কাজী খলীকুজ্জমানকে সংবর্ধনা

প্রকাশিত: ০৯:১৭, ৫ মে ২০১৯

স্বাধীনতা পুরস্কার পাওয়ায় ড. কাজী খলীকুজ্জমানকে সংবর্ধনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পাওয়ায় বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। ওই অনুষ্ঠানে তিনি বলেন, তাঁর দর্শনের মূলভিত্তি হচ্ছে মানুষ। মানুষের কী প্রয়োজন, সেই বিষয়গুলো আগে প্রাধান্য দিতে হবে। সমাজের সব মানুষের জন্য সমান সুযোগের পাশাপাশি সবাই যাতে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারে সেটাই অর্থনীতির মূল বিষয় হওয়া উচিত। এতে সবাই তার ন্যায্য অধিকার পেতে পারে। তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রেও মানুষের সমঅধিকারের কথা বলা হয়েছে। এগুলো বাস্তবায়ন করতে পারলেই কেবল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ফজলে কবির, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, কাজী খলীকুজ্জমানের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জায়েদা আহমদ প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী প্রমুখ। প্রসঙ্গত, ড. খলীকুজ্জমান আহমদ বর্তমানে পিকেএসএফের চেয়ারম্যান এবং ঢাকা স্কুল অব ইকোনমিকসের গবর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সমাজসেবায় অবদানের জন্য ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এর আগে সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৯ সালে একুশে পদক পান। বিশিষ্ট এই অর্থনীতিবিদ ১৯৪৩ সালের ১২ মার্চ বৃহত্তর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স এ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে অর্থনীতির ওপর এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. কাজী খলীকুজ্জমান ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশের মানুষের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি একজন পরিবেশবিদ। জাতিসংঘের আন্তঃরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন প্যানেলের ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তিতে এর বিভিন্ন প্রতিবেদনের অন্যতম প্রণেতা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
×