ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদ করে বিপাকে শিক্ষক

প্রকাশিত: ০৯:২৪, ৩ মে ২০১৯

  যৌন হয়রানির প্রতিবাদ করে বিপাকে শিক্ষক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ স্কুলের শরীর চর্চার শিক্ষক আশরাফ হোসেনের যৌন হয়রানির প্রতিবাদ করে বিপাকে পড়েছেন মুক্তাগাছা রাম কিশোর(আরকে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। স্কুলের ১৭ ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আশরাফ হোসেন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গত ২৭ এপ্রিল মুক্তাগাছা থানায় দায়ের করা অভিযোগের পর ময়মনসিংহ আদালতে জবানবন্দী দিয়েছে হয়রানির শিকার ছাত্রীরা। এটি প্রধান শিক্ষক ও শরীর চর্চা শিক্ষকের মধ্যে বিরোধের জের প্রচার করে স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে ভিন্নখাতে প্রবাহের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিভাবকদের দিয়ে ছাত্রীদের নানাভাবে শাসানো হচ্ছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনসহ অভিভাবক দিয়ে মানববন্ধন করারও হুমকি দেয়া হচ্ছে। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি সুবর্ণা সরকার জানান, ছাত্রীরা স্কুল শিক্ষক আশরাফ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। স্থানীয় সূত্র জানায়, মুক্তাগাছা রাম কিশোর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক আশরাফ হোসেন স্কুলের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত ও অশালীন আচরণসহ যৌন হয়রানি করে আসছিল বলে গত ২৭ এপ্রিল প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে স্কুলের ১৭ ছাত্রী। বিষয়টি ওইদিনই স্কুলের সভাপতি ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারকে অবহিত করেন প্রধান শিক্ষক। স্কুল সভাপতির পরামর্শে প্রধান শিক্ষক এ ব্যাপারে ব্যবস্থা নিতে মুক্তাগাছা থানা পুলিশকে অনুরোধ জানালে পুলিশ ২৭ এপ্রিল মুক্তাগাছার পাড়াটুঙ্গী এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে আশরাফ হোসেনকে।
×