ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লড়াইয়ের কোন বিকল্প নেই ॥ ফখরুল

প্রকাশিত: ১০:৫৯, ৩০ এপ্রিল ২০১৯

লড়াইয়ের কোন বিকল্প নেই ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আমরা এখন আর বক্তব্যের মধ্যে থাকতে চাই না। কিছু কাজ করতে চাই। সংগঠনকে শক্তিশালী করে গতিশীল সংগঠনে পরিণত করে দেশনেত্রীর মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং দলীয় নেতাদের মুক্তির জন্য আন্দোলন করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্দোলনের কোন বিকল্প নেই, লড়াইয়ের কোন বিকল্প নেই। বড় কিছু পেতে হলে সংগ্রামের মধ্য দিয়েই পেতে হয়। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, আমাদের হতাশ হবার কোন সুযোগ নেই। বুঝতে হবে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এগুচ্ছি। আশা করি শক্তিশালী সংগঠনের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকার একদলীয় শাসনের দিকে যাওয়া শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্য আমরা এটাকে প্রতিরোধ করতে পারিনি। আওয়ামী লীগ সব রাষ্ট্রযন্ত্রকে দুঃশাসনের মধ্যে নিয়ে নজিরবিহীন নির্যাতন, নিপীড়ন চালিয়েছে।
×