ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এরা পেশাদার ছিনতাইকারী

ট্রেন থেকে ফেলে দুই যাত্রী হত্যায় চার যুবক গ্রেফতার

প্রকাশিত: ১০:৫০, ৩০ এপ্রিল ২০১৯

ট্রেন থেকে ফেলে দুই যাত্রী হত্যায় চার যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চলন্ত ট্্েরন থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোশারফ হোসেন (২৫), রিংকন আকন্দ (২৮), রবিন (১৮) ও নয়ন মিয়া (২০)। রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এরা পেশাদার ছিনতাইকারী। এরা ট্রেনে উঠে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে মালামাল লুট করত। এ ঘটনায় পলাতকদের গ্রেফতার করার চেষ্টা চলছে। এদিকে সোমবার গ্রেফতারকৃত চারজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে বলে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, ২৩ এপ্রিল রাতে জয়দেবপুরের আগে ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় মফিজুল মোল্লা ও হারুন মিয়া নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রবিবার ঢাকা রেলওয়ে থানায় মামলা করে। মামলার পরই ঢাকা রেলওয়ে থানা পুলিশের একটি দল মোশারফ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে জোড়া খুনের চাঞ্চল্যকর কাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোশারফ হোসেন জানান, সহযোগীদের নিয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার দিন ২৩ এপ্রিল বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনে বন্ধু রানা, নয়ন, শাহীন, মোশারফ, পাবনার সাগর, সাইফুল, রবিন, চিকু ও হৃদয় একত্রিত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসেন তারা। সেখানে তারা ট্রেনে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করার পরিকল্পনা করে। এক পর্যায়ে তারা স্টেশনের উত্তর মাথায় ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। রাত ৯টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা ট্রেনের ছাদে ওঠেন তারা। এ সময় ট্রেনের বগির ছাদের ওপর চারজন লোককে দেখতে পান। পরে তারা ওই যাত্রীদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করতে থাকে। একপর্যায়ে তাদের মারধর করতে শুরু করেন তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, মারধরের হাত থেকে বাচতে দুজন যাত্রী দৌড়ে অন্য বগির ছাদে চলে যান। কিন্তু বাকি দুই যাত্রী সেখান থেকে পালাতে পারিনি। পরে তাদের মারধর ও হত্যার হুমকি দিয়ে মালামাল ছিনিয়ে নেন। এ সময় রানা, শাহিন ও সাগর চলন্ত ট্রেনের ছাদ থেকে ওই দুই যাত্রীকে নিচে ফেলে দেন। গ্রেফতারকৃতরা জানান, পুলিশের ভয়ে পরে তারা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আসার আগেই ওই ট্রেন থেকে নেমে পড়ি। ওইদিনই রাতে লালমণি এক্সপ্রেসে করে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসেন। জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
×