ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বেকারত্ব লাঘবে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই ॥ মান্নান

প্রকাশিত: ১০:১৭, ২৯ এপ্রিল ২০১৯

 বেকারত্ব লাঘবে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই ॥ মান্নান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বাংলাদেশে বেকারত্বের হার নিম্নগামী করতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যেন চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরির পথ সুগম হয়। তিনি বলেন, শুধু সরকারী চাকরির জন্য বসে থাকলে চলবে না উদোক্তা হতে হবে। আমাদের সম্ভাবনাময় যুবশক্তিকে প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি রবিবার ইউজিসিতে আয়েজিত ‘ডেভেলপমেন্ট অব ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ’র সক্ষমতা বৃদ্ধি শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দেশে একটি সমন্বিত ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরির লক্ষ্যে ইউজিসির সহায়তায় আইএলও এ কর্মশালার আয়োজন করে। -বিজ্ঞপ্তি
×