ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রেণুপোনাসহ আটক ৩

প্রকাশিত: ০৯:০৫, ২৮ এপ্রিল ২০১৯

রেণুপোনাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলার শাখা নদীর চরকেল্লা নামক স্থানে একটি ইঞ্জিন চালিত ট্রলারে অভিযান চালিয়ে চার লাখ বাগদা চিংড়ির রেণুপোনা ও ১২ মণ জাটকাসহ তিন জনকে আটক করেছে নৌ-পুলিশের সদস্যরা। হিজলা নৌ-পুলিশের পরিদর্শক শেখ বেল্লাল হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে হিজলার শাখা নদীর চরকেল্লা নামক স্থানে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে অভিযান চালিয়ে চার লাখ বাগদা চিংড়ির রেণুপোনা ও ১২ মণ জাটকাসহ তিন জনকে আটক করা হয়। শনিবার সকালে আটককৃতদের হিজলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক বছর করে কারাদ- প্রদান করেন। শিশু নির্যাতনের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৭ এপ্রিল ॥ দেশব্যাপী অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জেলা সদরে প্রতিবাদী সঙ্গীত, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মিলিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে শহরের মোক্তারপাড়া সড়কে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, উন্নয়ন সংগঠক স্বপন কুমার পাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, মানবাধিকার কর্মী কোহিনূর বেগম, কবি সাইফুল্লাহ এমরান, উন্নয়নকর্মী নাসিমা খানম, সাংবাদিক আলপনা বেগম, শিক্ষক রাজীব সরকার ও সুবোধ চন্দ্র সরকার প্রমুখ।
×