ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুই ছাত্রীকে উত্ত্যক্ত॥ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:০৪, ২৭ এপ্রিল ২০১৯

 দুই ছাত্রীকে উত্ত্যক্ত॥  যুবলীগ নেতার  বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির এক সদস্যের বিরুদ্ধে সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আবু বিন আজাদ ওরফে শাওন নামের ওই যুবলীগ নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাসির উদ্দিন বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পর ওই যুবলীগ নেতা গা-ঢাকা দেয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এদিকে এ ঘটনাসহ বিভিন্ন অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উক্ত যুবলীগ নেতাকে সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানায় কমিটির আহ্বায়ক দিল নেওয়াজ খান। মামলার সূত্র মতে, সৈয়দপুরস্থ বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্রী তাদের সহপাঠীকে নিয়ে ১৯ এপ্রিল বিকেলে ইন্টারনেট বিষয়ক যন্ত্র রাউটার কেনার জন্য সৈয়দপুর প্লাজায় আসে। ওই সময় যুবলীগ নেতা শাওন ওই ছাত্রীদের উত্ত্যক্ত করলে সহপাঠী বন্ধুটি এর প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত করে। বিষয়টি ওই পর্যন্ত থাকলেও এরপরেও উক্ত শাওন প্রায়দিনই সকাল, দুপুর ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসিক হলের সামনে গিয়ে ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। পরবর্তীতে ছাত্রী দুজন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করে।
×