ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বজ্রপাত ॥ ১৫ ঘর ভস্মীভূত

প্রকাশিত: ১২:০৩, ১৮ এপ্রিল ২০১৯

নীলফামারীতে বজ্রপাত ॥ ১৫ ঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতের আগুনে কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের সাদুরারপুল মন্থনা গ্রামে সাত পরিবারের ১৫টি টিনের ও খড়ের বসতঘর, আসবাবপত্রসহ পাঁচ লাখ টাকা, গরু-ছাগল, হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে এ ঘটনায় আগুনে দগ্ধ মোরছালিন ইসলাম নামে ১০ বছরের একটি শিশুকে কিশোরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাত আড়াইটার দিকে প্রচ- বজ্রপাত হচ্ছিল। গ্রামের মৃত ফরিজ উদ্দিনের ছেলে আবু হোসেনের বাড়ির খড়ের ঘরে বজ্রপাত পড়লে আগুনের সূত্রপাত হয়। যা নিমিষেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আবু হোসেনের দুটি টিনের ও খড়ের ঘর, মেয়ের বিয়ের জন্য ঘরে রাখা ৫ লাখ টাকা, বাকী মামুদের দুটি টিনের ঘর একটি গরু, কাফি মামুদের দুটি টিনের ঘর তিনটি ছাগল, আবু রায়হানের দুটি টিনের ঘর, মিছির আলীর দুটি টিনের ঘর, দেলাবরের দুটি টিনের ঘর এবং বিধবা আমিনা বেগমের দুটি টিনের ঘরসহ ঘরে রক্ষিত আসবাবপত্র ধান, চাল, আলু, সরিষা পুড়ে ছাই হয়ে যায়। বারি পরিদর্শনে ফিলিস্তিনের প্রতিনিধি দল স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ফিলিস্তিনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন-প্যালেস্তিনিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (পিকা) মহাপরিচালক মি. ইমাদ এম. এম. জুহাইরি, পিকার বাংলাদেশ বিষয়ক প্রধান ইহসান এস. কে. আবুআরব, কৃষি বিশেষজ্ঞ মি. ইমাদ কে. এন. ঘানামেহ, কৃষি বিশেষজ্ঞ আলী এ. এ. আলকাম এবং কৃষি বিশেষজ্ঞ মি. ইমাদ এস এল ঈদ। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে প্রতিনিধি দলটি বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের হাইড্রোপনিক, ফ্লোরিকালচার, ফ্রুট অরচার্ড, বায়োটেকনোলজি ল্যাব, গ্রীন হাউস, উদ্ভিদ প্রজনন ল্যাব, এরোপনিক ল্যাব, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, টক্সিকোলজি ল্যাব, আইপিএম ল্যাব, পোস্ট হারভেস্ট প্রসেসিং ল্যাব ও ফার্ম মেশিনারি ল্যাবসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
×