ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গ্রাম পুলিশ নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ১২:০০, ১৮ এপ্রিল ২০১৯

বগুড়ায় গ্রাম পুলিশ নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বুধবার সকালে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় বাংলাদেশ গ্রাম পুলিশ তাদের এক সদস্য কর্মরত অবস্থায় দুর্বৃত্তের হাতে খুন হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বগুড়া জেলা সভাপতি বিশ^নাথ দাস বলেন, গত ৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী দায়িত্ব পালনকালে অস্ত্রধারী দুর্বৃত্তরা গ্রাম পুলিশ ভানুলাল চন্দ্র দাসকে ছুরিকাঘাতে হত্যা করে। ভানুলালের বাড়ি ওই জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। এখনও খুনীদের আইনের আওতায় আনা হয়নি। তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন আবু সাঈদ, আব্দুল হামিদ, আজিজার রহমান, শিবনাথ ও গোপাল চন্দ্র। বক্তাগণ বলেন, ২৬ মাস ধরে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট, গাবতলিসহ কয়েকটি উপজেলার গ্রাম পুলিশ বেতন, যাতায়াত ভাতা ও অন্যান্য ভাতা পাচ্ছে না। অবিলম্বে তাদের ভাতা প্রদানের দাবি জানান তারা। ইস্টার্ন ভার্সিটিতে নববর্ষ উদ্্যাপন বাংলা নতুন বছরকে বরণ করে নিল ইস্টার্ন ইউনিভার্সিটি। গত সোমবার দুপুরে রাজধানীর ধানম-িতে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের প্লাজা এরিয়ায় নববর্ষ বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এ্যাডমিশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। উদ্বোধন অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ট্রেজারার এ এস মাহমুদ ও রেজিস্ট্রার আবুল বাশার খান উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টা থেকে ক্যাম্পাস চত্বরে মেলা শুরু হয়। চলে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। বিভিন্ন স্টলে নানান ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসেছিলেন শিক্ষার্থীরা। বেলা তিনটায় শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অনুষ্ঠানে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। অতিথিদের পেয়ে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। -বিজ্ঞপ্তি
×