ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাপার নেতৃত্ব কাউন্সিলেই নির্ধারণ হবে ॥ রওশন

প্রকাশিত: ১২:০৬, ১৭ এপ্রিল ২০১৯

জাপার নেতৃত্ব কাউন্সিলেই নির্ধারণ হবে ॥ রওশন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টির আগামী নেতৃত্ব আগামী কাউন্সিলের মাধ্যমেই নির্ধারণ হবে। তিনি বলেন, খুব শীঘ্রই আলাপ-আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টার মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাবেক এই রিরোধী দলের নেতা বলেন, জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দলে কোন বিভ্রান্তি নেই, কোন বিভেদ নেই জাতীয় পার্টির নেতৃত্বে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখন আগের চেয়ে অনেক ভাল আছেন বলেও জানান তিনি। জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ মসিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এমএ মান্নান, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্র সমাজের সাবেক নেতা শামীম আহমেদ রিজভী, মাখন সরকার, মাহতাব হোসেন লিয়ন, মোখলেসুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ বলেন, সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি চাকরির বয়স বাড়িয়ে ৩৫ বছর করতে হবে। ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করে অবদান রাখতে হবে দেশের রাজনীতিতে। ঢাকা বিশ^বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্রসমাজকে আরও শক্তিশালী করতেও সকলের প্রতি আহ্বান জানান তিনি। রাত জেগে অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করতেও ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে রওশন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির প্রবণতা দিন দিন বাড়ছে। প্রয়োজনীয় কোন কারণ ছাড়া এখন ফেসবুক খুলে রাখা হয়। এটি এখন যুব সমাজের কাছে নেশার মতো। যে কোন মূল্যে এই আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে উঠতে সিলেবাসের বাইরেও পড়াশোনা করতে ছাত্রদের প্রতি পরামর্শ দেন বেগম রওশন এরশাদ। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব এবএিম রুহুল আমিন হাওলাদার। এ সময় তার সঙ্গে ছিলেন দলের অপর প্রেসিডিয়ামের সদস্য নাসরিন জাহান রতনা। উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করার দাবি স্টাফ রিপোর্টার ॥ ঢাকার লালবাগের আব্দুল আলীম খেলার মাঠের পর এবার উত্তরায় একটি খেলার মাঠ দখলমুক্ত করার দাবি উঠেছে। এমন দাবিতে গত কয়েক দিন ধরেই মতবিনিময় সভা চলছে। গত শুক্রবার থেকে শুরু করে অদ্যাবধি এমন দাবি করে যাচ্ছেন উত্তরার ৩ নম্বর সেক্টরের বাসিন্দারা এবং স্থানীয় কল্যাণ সমিতি নামের একটি সংগঠন। ইতোমধ্যেই তারা এমন দাবিতে সংবাদ সম্মেলনও করেছে। সংবাদ সম্মেলনে কল্যাণ সমিতির সভাপতি এফ আর চৌধুরী দীপু বলেন, উত্তরার অধিকাংশ সেক্টরেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে বাসিন্দাদের সুবিধার্থে খেলার মাঠ তৈরি করে দেয়া হয়েছে। ৩ নম্বর সেক্টরের মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় ফ্রেন্ডস ক্লাব অবৈধভাবে দখল করে আছে। বহিরাগত লোকজন মাঠে গিয়ে আড্ডা দেয়।
×