ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নৌযান শ্রমিক ধর্মঘটে যাত্রী ভোগান্তি

প্রকাশিত: ১১:০৭, ১৭ এপ্রিল ২০১৯

নৌযান শ্রমিক ধর্মঘটে যাত্রী ভোগান্তি

স্টাফ রিপোর্টার ॥ ১১ দফা দাবিতে সারাদেশে নৌ-ধর্মঘট করেছে শ্রমিকরা। ধর্মঘটের কারণে বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন বন্ধের পাশাপাশি যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। তবে বিকেল থেকে ঢাকার সদরঘাট নদী বন্দর থেকে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু করে। মঙ্গলবারের নৌ-ধর্মঘটকে কেন্দ্র করে মালিক শ্রমিকদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা গেছে। একটি পক্ষ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সোমবার সন্ধ্যায়। অন্য পক্ষ ধর্মঘট চালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিকেলের পর থেকে ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ। মাইকে বার বার ঘোষণা করা হচ্ছে নির্ধারিত সময়ে লঞ্চ ছেড়ে যাবে। সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, বেলা ২টার দিকে মতিউর রহমান শিপিং লাইন্স মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন রুটে লঞ্চ ছাড়ার প্রস্তুতি চলছে। শ্রমিকদের একাংশ বলছে, তারা এই অবৈধ কর্মবিরতি মানে না। এমডি লঞ্চের মালিক সাবেক সংসদ সদস্য শেখ মোহাম্মদ টিপু সুলতান বলেন, নৌযান শ্রমিকরা অবৈধভাবে কর্মবিরতি পালন করছেন। তাদের এই কর্মবিরতির কোন যৌক্তিকতা নেই। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব লঞ্চ ছেড়ে যাবে। ইতোমধ্যে লঞ্চ ছাড়ার জন্য ঘাটে অনেক লঞ্চ এসেছে।
×