ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ময়ূরপঙ্খীর চট্টগ্রামে জরুরী অবতরণ

প্রকাশিত: ১১:০৯, ৯ এপ্রিল ২০১৯

ময়ূরপঙ্খীর  চট্টগ্রামে জরুরী অবতরণ

স্টাফ রিপোর্টার ॥ রবিবার সন্ধ্যায় ড্রিমলাইনার হংসবলাকার র‌্যাফট খুলে পড়ে। কয়েক ঘণ্টা পর সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ ময়ূরপঙ্খীর একটি ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে। সোমবার বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরী অবতরণ করে বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির। জানা গেছে, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটের দুইটি ইঞ্জিনের একটি বিকল হওয়ায় চট্টগ্রামে জরুরী অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। কাজী খাইরুল কবির বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ইয়াঙ্গুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরী অবতরণ করে বিমানটি। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ জনকণ্ঠকে জানান, ময়ূরপঙ্খী সিঙ্গাপুর থেকে ১শ’ যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল। পথে ইয়াঙ্গুন আসার পর ক্যাপ্টেন তারেক দেখতে পান একটি ইঞ্জিন বার বার ফেইলিওর হচ্ছে। এতে বাধ্য হয়ে ক্যাপ্টেন কোন ঝুঁকি না নিয়ে নিকটবর্তী এয়ারপোর্ট হিসেবে শাহ আমানতে অবতরণ করতে বাধ্য হন। রাতে এ রিপোর্ট লেখার সময় বিমানের ইঞ্জিন মেরামতের কাজ চলছিল। তিনি জানান, আটকেপড়া যাত্রীদের ঢাকায় নিয়ে আসার জন্য একটি সিডিউল ফ্লাইট ও ড্যাশ-৮ পাঠানোর প্রস্তুতি চলছিল। উল্লেখ্য এর আগেও সম্প্রতি একই ময়ূরপঙ্খী সিঙ্গাপুরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। সেবার ত্রুটি মেরামত করে ঢাকায় আনার পর সোমবার বিকেলে আবার ত্রুটি দেখা দেয়। এত ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এখন বোয়িংয়ের মান নিয়েও প্রশ্ন উঠছে।
×