ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার ৫ দফা বাস্তবায়নেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব

প্রকাশিত: ০৯:৪৬, ৮ এপ্রিল ২০১৯

 শেখ হাসিনার ৫ দফা বাস্তবায়নেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন  সম্ভব

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাবনা উত্থাপন করেন। সেই প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন সম্ভব। রবিবার কাতারের রাজধানী দোহায় শেরাটন কনভেনশন সেন্টারে ১৪০তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। স্পীকার বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তায় কূটনৈতিক প্রক্রিয়ায় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন চায় বাংলাদেশ। এক্ষেত্রে আইপিইউ সদস্য রাষ্ট্রের রোহিঙ্গা সমস্যার দ্রত ও টেকসই সমাধানে এগিয়ে আসা প্রয়োজন। এ কারণে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সংগঠন আইপিইউতে রোহিঙ্গা ইস্যুকে জরুরী বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ইন্দোনেশিয়া যে এজেন্ডা উপস্থাপন করেছে তার সঙ্গে রোহিঙ্গা সমস্যাকেও জরুরী এজেন্ডাভুক্তের দাবি জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন কাতারের শুরা কাউন্সিলের স্পীকার আহমেদ বিন আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ। আইপিইউর জেনারেল সেক্রেটারি সেনেগালের সংসদ সদস্য মুহাম্মদ খৌরাচি নিয়াজ এ সময় উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের পক্ষে আরও অংশ নেন সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া, এম এ লতিফ, জুয়েল আরেং, আব্দুস সালাম মুর্শেদী এবং শেখ তন্ময়। এছাড়া স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আইপিইউয়ের ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ান্সে বাংলাদেশের নেতৃত্ব দেন। ফোরাম ২৯তম সেশনের জন্য কাতারের শুরা কাউন্সিলের সদস্য রিম আল মানসুরিকে সভাপতি নির্বাচন করে। অনুষ্ঠানে আইপিইউ সভাপতি গ্যাব্রিয়েলা কিউভাস বেরন, কাতারের শুরা কাউন্সিলের স্পীকার আহমেদ বিন আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ, সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আবদুস সোবহান মিয়া, এম এ লতিফ, জুয়েল আরেং, আব্দুস সালাম মুর্শেদী, পনির উদ্দিন আহমেদ, মোঃ আফতাব উদ্দিন সরকার এবং শেখ তন্ময়। নেপালের স্পীকারের সাক্ষাত ॥ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রবিবার শেরাটন কনভেনশন সেন্টারে সৌজন্য সাক্ষাত করেছেন নেপালের স্পীকার কৃষ্ণা বাহাদুর মাহারা। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আন্তঃবাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন। এ সময় স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের জিডিপি ৮ শতাংশে উন্নীত হয়েছে, দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। বর্তমান সরকার সবার জন্য শিক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার বলয়ে আনতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
×