ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা ॥ আহত ছয়

প্রকাশিত: ১১:৫১, ৭ এপ্রিল ২০১৯

 ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা ॥  আহত ছয়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় ছয়জন আহত ও এক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ক্যাম্পাসের সামনের কয়েকটি দোকান ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর পৌনে একটার দিকে নগরীর বটতলা এলাকায় সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে। গুরুতর আহত ইলেকট্রনিক্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ইলেকট্রনিক্স দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ শাহরুল ইসলাম শান্ত, রাব্বি গাজী, মাহিন ইসলাম, ট্যুরিজম প্রথম বর্ষের ছাত্র ওমর আলী ও নাঈমুল ইসলাম। লাঞ্ছিত হওয়া শিক্ষক হলেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্র মেডিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর ও মুক্তিযোদ্ধা ছাত্রাবাসের হল সুপার আনিসুর রহমান। জানা গেছে, পলিটেকনিকের ছাত্র ছাত্রলীগ কর্মী সৈয়দ শাহরুল শান্ত, রাব্বি ও তানভির ক্যাম্পাসে ছাত্রাবাসের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় পলিটেকনিকের সাবেক ছাত্র ও বহিরাগত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শান্ত এবং রাফিসহ ১০/১২ জন বহিরাগত ক্যাম্পাসে ঢুকে ওই তিনজনের ওপর হামলা চালিয়ে বেদম মারধর করে।
×