ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাজশাহী সীমান্তে গোলাগুলি ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১১:৪৪, ৭ এপ্রিল ২০১৯

 রাজশাহী সীমান্তে  গোলাগুলি ॥  অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সীমান্তে অস্ত্র ও মাদক পাচারকারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলির ঘটনা ঘটে। শুক্রবার রাত দেড়টার দিকে রাজশাহীর পবা উপজেলার পশ্চিম বাথানবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম শনিবার সকালে গোলাগুলির ঘটনাটি নিশ্চিত করেছেন। বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত পথে অস্ত্র ও মাদক পাচার করে আনা হবে, এমন খবরে তারাও পূর্ণপ্রস্তুতি নিয়ে পদ্মা নদী অতিক্রম করে বিজিবির চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ি এলাকায় বাথানবাড়ি নামক স্থানে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে চার-পাঁচজনের একটি পাচারকারী দল ভারত থেকে অস্ত্র ও মাদক নিয়ে আসার সময় পশ্চিম বাথানবাড়ি এলাকায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এ সময় বিজিবি সদস্যরাও ১৪ রাউন্ড ফায়ার করে। পরে পাচারকারীরা ম্যাগজিনসহ অস্ত্র, গুলি এবং ফেনসিডিল ফেলে ফায়ার করতে করতে পালিয়ে যায়। এ সময় টহল দল তাদের ধাওয়া করলে ভারতের সীমান্তে ভেতরে ঢুকে পড়ে। এতে বিজিবি আর সামনে এগোয়নি। লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৩টি ম্যাগাজিন, দুটি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসব পবার দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
×