ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বার পরীক্ষাসহ পাঁচ দফা দাবিতে আইনজীবীদের মানববন্ধন

প্রকাশিত: ১০:৪৪, ৫ এপ্রিল ২০১৯

বার পরীক্ষাসহ পাঁচ দফা দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কোর্ট রিপোর্টার ॥ শিক্ষানবিস ও নবীন আইনজীবীরা ৫ দফা দাবিতে বৃহস্পতিবার দুুপুরে ঢাকা মহানগর দায়রা আদলত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। মানববন্ধনে ২০১৫ সালের পর মাত্র একটি পরীক্ষা বার কাউন্সিল সফলভাবে গ্রহণ করতে স্বাক্ষম হয়েছে বলে তারা জানান। ২০১৭ সালে নেয়া এই পরীক্ষার ফলাফল প্রকাশেও দেড় বছর সময় লেগেছে। নবীন এই আইনজীবীরা বলছেন, ‘২০১৩ সালের পূর্ব বছরে ২টি পরীক্ষা গ্রহণের অসংখ্য নজির রয়েছে। আমরা নতুন পরীক্ষার্থীরা আগের মতো বছরে দুবার পরীক্ষা অনুষ্ঠিত হলে ইতোমধ্যে সদস্যপদ লাভ করতাম’। মানববন্ধন থেকে ৫ দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা-২০১৯ গ্রহণ, চলতি বছরই এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করা, প্রতি বছর ২টি কমপক্ষে একটি পরীক্ষা সম্পন্ন করা, শিক্ষানবিস ও নবীন আইনজীবীদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা ও উৎসাহ ভাতা। গত ২০ মার্চ এই দাবি পূরণে বার কাউন্সিলে স্মারকলিপি দেয়া হয় বলেও আইনজীবীরা জানিয়েছেন। মানববন্ধনে অংশ নেন শেখ মাহ্দী হাসান, মোঃ বাবুল হোসেন, বাইজিদ হোসেন, মামুনাল হাসান, মাহমুদুর জনি প্রমুখ।
×