ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার নির্দেশ

প্রকাশিত: ১০:৫৪, ৪ এপ্রিল ২০১৯

বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পহেলা বৈশাখ উদযাপনের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ওপর নজর রাখার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রায় কোন মুখোশ ব্যবহার করা যাবে না, তবে হাতে রাখা যাবে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুর্নীতিবাজ, অসৎ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, কেউ আইনের উর্ধে নয়। সে পুলিশ বাহিনীর লোক হোক আর সেনাবাহিনীর লোক হোক। আইন সবার জন্য সমান। পুলিশও যদি অন্যায় করে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, ছাড় দেয়া হবেও না। সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। আদালত বলেছে, দুই লাখ পুলিশের মধ্যে মাত্র ১৩ হাজার পুলিশ অসৎ এবং তাদের জন্য গোটা পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে। এ তথ্য আদৌ সত্য কি-না জানতে চাইলে তিনি বলেন, এ ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন আসে না। সবার জন্যই আইন সমান। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা নিয়ে প্রশ্ন রেখে হাইকোর্ট বলেছে, ওসিরা যেখানে-সেখানে কোর্ট বসান। রাতে কোর্ট বসান। তারা নিজেরা বিচার বসান কীভাবে? এত সাহস তারা কোথায় পান? এক ব্যক্তির থানায় মামলা না নেয়া এবং সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি হাবিল হোসেনের কর্মকা- নিয়ে করা এক রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন প্রশ্ন রাখেন। আদালত বলেছে, ১৩ হাজার পুলিশ যারা থানায় বসে, তাদের জন্য গোটা পুলিশের বদনাম হতে পারে না। দুই লাখ পুলিশ ভাল। অনেক পুলিশ খুব কষ্ট করে জীবন-যাপন করে। আবার দেখা যায় অনেকের চার-পাঁচটা করে বাড়ি আছে। মারধর, লুটপাট ও সীমানাপ্রাচীর ভাঙ্গার অভিযোগে থানায় মামলা না নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শ্যামনগরের বাসিন্দা মোঃ ফজলুর করিম গত ৩ মার্চ রিটটি করেন। এর শুনানিতে ১০ মার্চ হাইকোর্ট সংশ্লিষ্ট ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে খোঁজখবর নিতে বলেন। এরপর গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে। গতকাল সহকারী এ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম জানান, মারধর, স্বর্ণালঙ্কার লুটপাট ও সীমানাপ্রাচীর ভাঙ্গার অভিযোগ তোলা হয়েছে। তবে সীমানাপ্রাচীর ভাঙ্গার ঘটনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগে কিছুটা হলেও সত্যতা আছে উল্লেখ করে আদালত বলে, তাহলে মামলা নেয়া হলো না কেন? আমরা রুল দিয়ে দেখি, কেন ওসি মামলা নিলেন না? তারা কি সালিশ করতে বসেছেন, যে সুবিধামতো হলে মামলা নেবেন, সুবিধামতো না হলে নেবেন না? অথচ টাকা ছাড়া থানায় জিডিও হয় না। মন্ত্রী বলেন, পহেলা বৈশাখে যে কোন খোলা জায়গায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। অনুষ্ঠানস্থলে ৫টার পর আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ভুভুজেলা নিষিদ্ধ থাকবে। এছাড়া শোভাযাত্রায় মুখোশ মুখে নয়, হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখা যাবে। বর্ষবরণের উদযাপন অনুষ্ঠানে ইভটিজিং, উচ্ছৃঙ্খলতা ও নাশকতা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত থাকবে। বিষয়টি দেখার জন্য সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা কাজ করবেন। বর্ষবরণ উদযাপনকে কেন্দ্র মাদককে কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে। ফেসবুক, টুইটারের যেন কেউ অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে মনিটরিং করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে নববর্ষের অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করতে নিরাপত্তা জোরদার করা হবে। অনুষ্ঠানস্থল চারুকলা, রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রবীন্দ্র সরোবরের মতো জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা ও বিশেষ তল্লাশির ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানের দিন পুরো ঢাকায় চলাচলের জন্য ট্রাফিক প্ল্যান করবে ডিএমপি। নববর্ষের অনুষ্ঠানের আগের দিন ১৩ এপ্রিল বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ব্যতীত ঢাবি ক্যাম্পাসে চলাচল করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক এলাকা বিশেষ নজরদারিতে থাকবে। হাতিরঝিল, রমনা পার্ক, গুলশান লেক, ধানম-ি লেকের মতো জনবহুল এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং অগ্নিনির্বাপক যন্ত্রপাতি থাকবে। পহেলা বৈশাখ উপলক্ষে নাশকতার কোন আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন নাশকাতার সংবাদ পাইনি। তবে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষ ও তৎপর। পহেলা বৈশাখ উদযাপনের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ওপর নজর রাখার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন পহেলা বৈশাখ নিয়ে অপপ্রচার করতে না পারে তা মনিটরিং করা হবে। বাঙালী দীর্ঘকাল ধরে বৈশাখে উৎসব করে এলেও তা ‘হিন্দুয়ানি, অইসলামিক’ বলে প্রচার চালাচ্ছে একদল। প্রায় দুই দশক আগে রমনায় বর্ষবণের উৎসবে বোমা হামলা চালানো জঙ্গীরা এই বিশ্বাস ধারণ করেই হামলা চালিয়েছিল। তিনি বলেন, রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান, চারুকলার মঙ্গল শোভাযাত্রাসহ সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, কূটনীতিক পাড়ায় থাকবে বিশেষে নিরাপত্তা। বৈশাখের অনুষ্ঠানে নারীদের উত্ত্যক্ত করলে তাৎক্ষণিক সাজা দিতে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানান তিনি। পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন কোন গাড়ি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে দেয়া হবে না।
×