ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আটপাড়ায় পাচারের সময় ২৪ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ০৯:২৩, ২ এপ্রিল ২০১৯

আটপাড়ায় পাচারের সময় ২৪ বস্তা চাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ এপ্রিল ॥ জেলার আটপাড়া উপজেলা খাদ্যগুদাম থেকে পাচারকালে ২৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলিও জব্দ করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গেছে, সোমবার বিকেলে আটপাড়া উপজেলা খাদ্যগুদাম থেকে ভিজিডির ৫শ’ ১৯ বস্তা চাল দুওজ ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। কিন্তু গুদামের কর্মকর্তা-কর্মচারীরা গুদাম থেকে অতিরিক্ত আরও ২৪ বস্তা চাল বের করে অন্যত্র পাচার করছিল। এ সময় দুওজ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইঞ্জিল মিয়া বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় প্রশাসনকে জানান। পরে বিকেল তিনটার দিকে থানা পুলিশ বেনিয়াবাজার থেকে একটি ট্রলিসহ চালের বস্তাগুলো জব্দ করে। এ ঘটনায় সোমবার দুপুরে উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল কাইয়ুম, অফিস সহকারী আবদুল করিম ও সহায়ক মোফাজ্জল হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে খাদ্য কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘অফিসের লোকজন ভুল করে ২৪ বস্তা চাল বেশি বের করেছিল’। আত্মসাতের চেষ্টার অভিযোগ তিনি অস্বীকার করেন। আটপাড়া থানার ওসি আলী হোসেন বলেন, ‘জব্দ করা চাল থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় দু-তিনজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’। নেত্রকোনায় বিদ্যালয়ের পুকুর রক্ষার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ এপ্রিল ॥ জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা। সোমবার সকালে প্রথমে নাজিরপুর এলাকায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বক্তব্য রাখেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল, প্রধান শিক্ষক আতাউর রহমান খান, নাজিরপুর ক্লাস্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, শিক্ষক আব্দুল ওয়াদুদ রতন, অভিভাবক জালাল উদ্দিন প্রমুখ।
×