ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সচল সড়কে অচল সেতু

প্রকাশিত: ০৯:২১, ২ এপ্রিল ২০১৯

সচল সড়কে অচল সেতু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ি হয়ে চিলাহাটি বন্দরের আঞ্চলিক সচল পাকা সড়কে একটি অচল সেতুর কারণে চলাচলে দিন দিন ঝুঁকি বাড়ছে। সেতুটি ওই সড়কের খেড়ুয়া নদীর ওপর। যা জোড়াতালি দিয়ে যানবাহনসহ পথচারীদের জন্য চালু রেখেছে সড়ক বিভাগ। সোমবার সরেজমিনে দেখা যায় সেতুর বেইলিব্রিজের অংশের পাটাতন জরাজীর্ণ হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন চিলাহাটি বন্দর-রেলস্টেশনসহ গোমনাতী-কেতকিবাড়ি-ভোগডাবুড়ি ও বামুনিয়া ইউনিয়নের ২০ হাজার লোকজনসহ বিভিন্ন হাটবাজারের মালামাল ট্রাকে বহন করা হয়। ওই সেতুর অর্ধেক অংশ পাকা এবং বাকি অর্ধেক অংশে বেইলিব্রিজের লোহার পাটাতন বিছানো। পাটাতন সরে গিয়ে ৮১০টি স্থান ফাঁকা হয়ে আছে। এ কারণে ভারি যানবাহন সেতু পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে। সেতুর লোহার পাটাতন বিছিয়ে রাখা অংশের উত্তরপাশ হেলে পড়েছে। সেতুর কয়েকটি ¯প্যান ধসে পড়ায় এটি একদিকে হেলেও পড়েছে। প্রবীণ ব্যক্তিরা জানায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকা সেতুর একাংশ উড়িয়ে দেয়া হয়। স্বাধীনতা লাভের কয়েক বছর পর সেতুর যে অংশ উড়িয়ে দেয়া হয়েছিল, সেই অংশে বেইলিব্রিজ বসানো হয়। এরপর এটি আর সংস্কার করা হয়নি। নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ ওই সেতু অপসারণ করে জরুরী ভিত্তিতে নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন। সেতুটি নির্মাণে প্ল্যানিং কমিশনে প্রকল্প জমা দেয়া হয়েছে। এতে প্রায় ১২ কোটি টাকা প্রয়োজন। বর্তমানে সেতুটি সংস্কারের মাধ্যমে যানবাহন ও পথচারী পারাপার অব্যাহত রাখা রয়েছে।
×