ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে নেতা কর্মীদের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৯:৩১, ৩১ মার্চ ২০১৯

জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে নেতা কর্মীদের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩০ মার্চ ॥ সাবেক মন্ত্রী জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকে সরিয়ে দেয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টির জেলা কমিটির নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহরের পুরোনথানা রেলগেটের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু। এ সময় জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর আঃ গণি, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, শেখ আবু ওয়াহাব, জেলা স্বেচ্চাসেবক পার্টির সভাপতি হাবিবুল ইসলাম বাচ্চু, জেলা কৃষক পার্টির সদস্য সচিব কফিল উদ্দিন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মকবুল হোসেন বকুলসহ অন্য নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা থাকায় দলের একটি কুচক্রী মহলের প্ররোচনায় জিএম কাদেরকে দলীয় ও উপনেতার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। যাহা সারাদেশের মতো কিশোরগঞ্জের নেতাকর্মীরা কোনভাবেই মেনে নিতে পারছে না। তাছাড়া এরশাদের মতের বাইরে বিভিন্ন অসাংগঠনিক কার্যক্রম করানো হচ্ছে। এ অবস্থায় বৃহত্তর রংপুরের আট জেলার নেতৃবৃন্দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে জিএম কাদেরকে স্বপদে বহাল না করলে কিশোরগঞ্জের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে পদত্যাগের ঘোষণা দেয়া হয়।
×