ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চাঁদপুরে ৬ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৯:১৬, ৩০ মার্চ ২০১৯

 চাঁদপুরে ৬ দোকান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৯ মার্চ ॥ ফরিদগঞ্জ উপজেলার কালিবাজারে কাপড় ও কোকারিজের দোকানসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে পুড়ে ছাই হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এই ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার ভোরে বাজারের পশ্চিম গলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরা তালার একটি পাটের গুদামে অগ্নিকান্ডে পুড়ে গেছে গুদামে রক্ষিত দুই’শ মণ পাট। অগ্নিদগ্ধ হয়েছে পাঁচটি গরু। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শুক্রবার ভোরে উপজেলার তেরছি গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের মৃত রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়লের বাড়িতে তার একটি পাটের গুদাম রয়েছে। শুক্রবার ভোররাতে ওই গুদামে আকস্মিক আগুন লাগে। এতে গুদামে থাকা দুই’শ মণ পাট পুড়ে ভস্মীভূত হয়। এর পাশে থাকা গরুর গোয়ালে আগুন লেগে ৫টি গরু অগ্নিদগ্ধ হয়। রূপগঞ্জ নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, হাজী আনোয়ার টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার তারাবো পৌরসভার পবনকুল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ঘটনায় মেশিনারিজ, আসবাবপত্র, তৈরিকৃত কাপড়, সুতা ইত্যাদি পুড়ে ছাই হয়ে গেছে।
×