ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তালতলীতে গ্রাম পুলিশের হামলায় পিতা-পুত্র আহত

প্রকাশিত: ১১:৪০, ১৪ মার্চ ২০১৯

 তালতলীতে গ্রাম  পুলিশের হামলায়  পিতা-পুত্র  আহত

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৩ মার্চ ॥ পূর্ব শত্রুতার জের ধরে বরগুনা জেলার তালতলী উপজেলার লাউপাড়া এলাকার গ্রাম পুলিশ বাবুল হাওলাদারের সন্ত্রাসী বাহিনীর হামলায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্র প্রিন্স হোসেন তারেক ও তার পিতা মোঃ বাবুল গাজী গুরুতর আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তারা হামলার শিকার হন। আহত ছাত্র প্রিন্স হোসেন তারেক জানান, আমার ডিপ্লোমা সার্টিফিকেট তোলার জন্য আমি ঢাকা থেকে বরগুনা এসেছি। রবিবার সার্টিফিকেট তুলে সন্ধ্যা নাগাদ আমার বাড়ি লাউপাড়ায় রওয়ানা করি। পথিমধ্যে লাউপাড়া বাজারে পৌঁছার সঙ্গে সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম পুলিশ বাবুল হাওলাদারসহ তার সন্ত্রাসী বাহিনী ইউসুফ সরদার, মিঠু সরদার, রুস্তম সরদার, হালিম, ডালিম, আলম, শাহ-আলম আকন ও রুহুল-আমিন মিলে আমাকে মারধর শুরু করে। এ সময় আমাকে এগিয়ে নিতে এসে আমার বাবা বাবুল গাজী আমাকে বাঁচাতে এলে সন্ত্রাসীরা তাকেও মারধর শুরু করে। তাদের হাতে থাকা রামদা, ছ্যানা, ছুরি ও রডের আঘাতে আমাদের মাথা ফেটে যায়। এ খবর পেয়ে আমাদের আত্মীয়-স্বজন আমার বাবা ও আমাকে উদ্ধার করে প্রথমে তালতলী থানায় মামলা করতে যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মামলা করতে থানায় যেতে বলেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার কামনা করছি।
×