ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ

প্রকাশিত: ১২:০৫, ১ মার্চ ২০১৯

ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠান ‘সম্প্রীতি-৮’। বাংলাদেশে প্রশিক্ষণে যোগ দিতে শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর বিশেষ এয়ারক্রাফট ‘আইএল-৭৬’ এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে ভারতীয় সেনাবাহিনীর ১৭০ সদস্যের দল। প্রশিক্ষণটি মার্চের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। খবর ওয়েবসাইটের। অষ্টমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণ টাঙ্গাইলে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হবে। দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার যোগাযোগ ও সহযোগকে শক্তিশালী করাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলায় একে অপরের অভিজ্ঞতা থেকে নিজেদের আরও সমৃদ্ধশালী করে তুলবে তারা। সেনাবাহিনীর এবারের আয়োজিত ‘সম্প্রীতি’ প্রশিক্ষণে প্রথমবারের মতো বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ ব্যবস্থাপনা ও এর প্রতিক্রিয়া ব্যবস্থার প্রশিক্ষণ পাবে। যৌথ এ প্রশিক্ষণটি দু’দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যকার শক্তিশালী সম্পর্কের ‘প্রতীক’। প্রশিক্ষণ শেষে ১৬ মার্চ একই এয়ারক্রাফটযোগে নিজ দেশে ফিরে যাবে ভারতীয় সেনাবাহিনীর দলটি। ফার্মগেটে জঙ্গী সন্দেহে যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেটে জঙ্গী সন্দেহে বাপ্পী সরকার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানান, গ্রেফতারকৃত বাপ্পী জেএমবির নারীদের প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। র‌্যাব-২’র কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুক জানান, বুধবার মধ্যরাতে ফার্মগেট এলাকা থেকে বাপ্পীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার কাছ থেকে উগ্রবাদী ও প্রশিক্ষণ সংক্রান্ত বই উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।
×