ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অধ্যাপক জাকারিয়া স্বপন কখনও অন্যায়ের সঙ্গে আপোস করেননি

প্রকাশিত: ১০:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

অধ্যাপক জাকারিয়া স্বপন কখনও অন্যায়ের সঙ্গে আপোস করেননি

প্রয়াত অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপন কখনও অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তিনি ছিলেন সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী একজন গুণী সংগঠক, চিকিৎসক, শিক্ষক এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এক রাজনৈতিক নেতা। বৃহস্পতিবার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা), বিশিষ্ট ডার্মাটোলজিস্ট প্রয়াত অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপ্নের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ’র সভাপতি অধ্যাপক ডঃ এম ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ এম এ আজিজ, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলন।-বিজ্ঞপ্তি
×