ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়ীতে গুলিবিদ্ধ ডাকাতের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯

টঙ্গীবাড়ীতে গুলিবিদ্ধ ডাকাতের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলায় ডাকাতির চেষ্টাকালে বাড়ির মালিকের গুলিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অপর ডাকাত সদস্য আহত ও ডাকাতের গুলিতে আহত বাড়ির মালিকের ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ডাকাত সদস্যের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শনিবার দুপুরে উপজেলার আউটশাহী এলাকার একটি বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার গভীর রাতে আউটশাহী এলাকার সিলিমপুর গোলাম কবীর লাবু শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, শুক্রবার দিবাগত গভীর রাত দেড়টার দিকে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত উপজেলার আউটশাহী এলাকার সিলিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কবীর লাবু শিকদারের বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা গোলাম কবীর লাবু শিকদারের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির মালিকের ছেলে কনু শিকদারের (৩৫) সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এ সময় লাবু শিকদার তার নিজ ও ছেলের আত্মরক্ষায় লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুড়লে ডাকতদলের সদস্যরাও পাল্টা গুলি চালায়। ডাকাত দলের সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যায়। এ ছাড়া বাড়ির মালিকের ছেলে কনু শিকদার ডাকাদের ছোড়া গুলিতে আহত হয়। গোলাগুলির শব্দ পেয়ে জনতাও রাস্তায় নেমে আসে। খ্বর পেয়ে পুলিশও সাথে সাথে ঘটনাস্থলে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সদস্য মো. ইদ্রিসকে (৩৮) আটক করা হয়। সে শরিয়তপুর জেলার জাজিরা এলাকার রহমান মাতবরের ছেলে। অপর গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শনিবার দুপুরে পুলিশ গুলিবিদ্ধ নিহত এক ডাকাতের মরদেহ আউটশাহী এলাকার একটি বিল থেকে উদ্ধার করে। এদিকে গুলিবিদ্ধ অবস্থায় আহত ডাকাত সদস্য মো. ইদ্রিস (৩৮) ও বাড়ির মালিক গোলাম কবীর লাবু শিকদারের ছেলে কনু শিকদারকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×