ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১১:৫৫, ৩১ জানুয়ারি ২০১৯

বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ডিশ ব্যবসা নিয়ে বিরোধের জেরধরে জেলার গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারের মধ্যে বসে মঙ্গলবার রাতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম দরবেশকে কুপিয়ে জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতেই হামলাকারী সাবেক ইউপি চেয়ারম্যান জামাল গোমস্তা তার সহোদর কামাল গোমস্তা, সহযোগী সুজিত দাস, টিটু সিকদার, সাবেক পৌর কাউন্সিলর ফিরোজ রহমানসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার ও আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের ডিশ ব্যবসায়ী মারুফ সেরনিয়াবাত ও নাসির সিপাহীসহ একাধিক ডিশ ব্যবসায়ী দীর্ঘদিন থেকে বিল্বগ্রাম, পতিহার ও সেরাল এলাকায় বৈধভাবে ডিস ব্যবসা করে আসছে। সম্প্রতি ওই ব্যবসার ওপর দৃষ্টি পড়ে সাবেক ইউপি চেয়ারম্যান জামাল গোমস্তা তার সহদর কামাল গোমস্তাসহ সুজিত দাস ও তাদের সহযোগীদের। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে ও রাতে মারুফ সেরনিয়াবাত ও নাসির সিপাহীর বৈধ লাইনের ক্যাবল কেটে দিয়ে জোরপূর্বক নতুন লাইন সংযোগ দেয়ার কাজ শুরু করে জামাল গোমস্তা, কামাল গোমস্তা, সুজিত দাসসহ তাদের সহযোগীরা। লাইন কেটে দেয়ার বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে মারুফ সেরনিয়াবাত, নাসির সিপাহী ও সাইফুল ইসলাম দরবেশ বিল্বগ্রাম বাজারে পৌঁছলে জামাল গোমস্তার নেতৃত্বে সাইফুল ইসলাম দরবেশকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মারুফ সেরনিয়াবাত ও নাসির সিপাহী দৌড়ে পালিয়ে হামলার হাত থেকে রক্ষা পায়।
×