ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শীর্ষেন্দুর একজোড়া পপ আপ বইয়ের প্রকাশনা

প্রকাশিত: ১০:০৯, ২৮ জানুয়ারি ২০১৯

 শীর্ষেন্দুর একজোড়া  পপ আপ  বইয়ের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো দেশে প্রকাশিত হলো আলোজ্বলা পপ আপ বই। অন্ধকারেও বইয়ের ভেতর জ্বলতে থাকা আলো গ্রন্থপাঠে বিশেষ সুবিধা পাঠককে। এর আগে ছবির সঙ্গে লেখার সমন্বিত বিশেষ অঙ্গসজ্জার পপ আপ বই বেরুলেও প্রথমবারের মতো প্রকাশিত হলো আলোজ্বলা পপ আপ বই। আর এই একজোড়া শিশুতোষ পপ আপ গ্রন্থ লিখেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পথচলার দেড় যুগ পূর্তি উপলক্ষে গ্রন্থ দুটি প্রকাশ করেছে প্রগতি পাবলিশার্স। এই প্রকাশনা সংস্থাটিই প্রথমবারের মতো প্রকাশ করে গ্রাফিক নভেল, হাইপার কমিকস ও পপ আপ বই। দেশের লেখকদের পর এই প্রকাশনীটি থেকে বের হলো বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুইটি পপ আপ বই। ‘নিশি কবরেজ’ ও ‘কোগ্রামের মধুপন্ডিত’ শিরোনামের বই দুইটি পাওয়া যাবে আসন্ন অমর একুশে গ্রন্থমেলায়। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বই দুইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রম্য লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া ও সাংবাদিক দৌলত আক্তার মালা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রগতি পাবলিশার্সের দুই প্রকাশক সোলায়মান পারসী ফয়সল ও আসরার মাসুদ।
×