ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় অপহৃত কিশোরী ৩ দিন পর গাজীপুরে উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ জানুয়ারি ২০১৯

নেত্রকোনায় অপহৃত কিশোরী ৩ দিন পর গাজীপুরে উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিপণের দাবিতে নেত্রকোনা হতে অপহরণের তিনদিন পর বৃহস্পতিবার এক কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। র‌্যাব-১’র স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আবদুল্লাহ আল-মামুন জানান, গত ২১ জানুয়ারি দুপুরে নেত্রকোনার গ্রামের বাড়ি থেকে কিশোরী আকলিমাকে (১৫) অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন মোবাইল ফোনে আকলিমার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। এদিকে তাকে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে ভিকটিমের পিতা জানতে পারেন যে, অপহরণকারীরা তার মেয়েকে গাজীপুরের কোনাবাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন করছে। এ বিষয়ে র‌্যাব-১’র স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের বরাবরে অপহৃতের পরিবার অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব সদস্যরা জানতে পারে অপহরণকারীরা মুক্তিপণের টাকা নেয়ার জন্য অপহৃতকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার ভোরে পাচারের উদ্দেশে অপহৃতকে কোনাবাড়ি বাসস্ট্যান্ডে নিয়ে যাবে। এ গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মূল অপহরণকারী নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার ভোড়া গ্রামের মোঃ শাজাহান (২৭) অপহৃত আকলিমাকে ফেলে রেখে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা সেখান থেকে আকলিমাকে উদ্ধার করে।
×