ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কেশবপুরে মধুমেলা উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫১, ২৩ জানুয়ারি ২০১৯

কেশবপুরে মধুমেলা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২২ জানুয়ারি ॥ মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাগরদাঁড়ি মধু কবির জন্মগৃহে সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সাগরদাঁড়ির মধুমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত পোদ্দার। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, সংসদ সদস্য প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে ফাঁসাতে দিতে গিয়ে নিজেই ধরা খেলো তমিজউদ্দিন নামের এক গ্রাম্য চিকিৎসক। সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামে ঘটনাটি ঘটে। মঙ্গলবার ভোর তিনটায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের সঙ্গে সঙ্গে তমিজউদ্দিনকেও আটক করে র‌্যাব। জানা গেছে, ২০১৭ সালে পূর্ব ভাকুম গ্রামের আনাসার আলীর ছেলে রাসেল খুন হয়। এ ঘটনায় তমিজউদ্দিনের ছেলে রকিবকে আসামি করে একটি হত্যা মামলা হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
×