ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস ও শিল্প কারখানা গড়ে রাজশাহীর চেহারা পাল্টে দেয়া হবে ॥ লিটন

প্রকাশিত: ০৬:৫২, ১৭ জানুয়ারি ২০১৯

গার্মেন্টস ও শিল্প কারখানা গড়ে রাজশাহীর চেহারা পাল্টে দেয়া হবে ॥ লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ব্যাপক কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করে সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর প্রধান সমস্যা কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থান না থাকায় যুবকরা হতাশ হয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বুধবার বেলা ১১টায় নগরীর অলকার মোড়ে মাস্টার সেফ রেস্টুরেন্টে ‘আলোর ঠিকানা’ প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে গার্মেন্টস ও বড় কোন শিল্প-কারখানা গড়ে ওঠেনি। এত বছর ধরে কেউ আনতে পারেনি। আমি প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর গার্মেন্টস ও শিল্প-কারখানা আনার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু ২০১৩ সালের এক বিপর্যয়ের কারণে সেই উদ্যোগ সফল হয়নি। আবার সুযোগ এসেছে। কিছুক্ষণ আগে একটি সুখবর এসেছে। শ্রীলঙ্কান এক বন্ধু রাজশাহীতে এসেছেন। রাজশাহী ঘুরে শহরটি তার পছন্দ হয়েছে। তিনি এখানে একটি গার্মেন্টস গড়ে তুলতে চান। কারণ আমাদের উপর তার আস্থা হয়েছে। আগামী ৫ বছরে রাজশাহীতে ৫০টির অধিক গার্মেন্টস ও শিল্প-কারখানা গড়ে তোলা হবে। যেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। মেয়র আরও বলেন, কর্মসংস্থানের অভাবের সমাধান হলে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি হবে। এমনিতেই এখানকার অনেক সমস্যার সমাধান হবে। একাজে সবার সহযোগিতা চান তিনি।
×