ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ধূমপানে নিষেধ করায় হামলা ॥ আহত ৮

প্রকাশিত: ০৩:৩২, ১১ জানুয়ারি ২০১৯

 ধূমপানে নিষেধ  করায় হামলা ॥  আহত ৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে বিদ্যালয় এলাকায় প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় হিন্দুপাড়ায় হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী-শিশুসহ ৮ জন আহত হয়েছে। হামলায় আহতরা হলো- সাধনা রানী বিশ্বাস (৬৫), সন্ধ্যা রানী বিশ্বাস (৫৫), নিয়তি রানী বিশ্বাস (৫২), দিপালী রানী বিশ্বাস (৫০), শিশু নিলয় বিশ্বাস (১৫) ও নিরব বিশ্বাস (১২)। বুধবার রাতে উপজেলার গোপালদী হিন্দুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার বিকেলে উপজেলার সদাসদী উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় স্কুল চলাকালে গোপালদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা তানভীর আহমেদসহ তার লোকজন মিলে ধূমপান করছিল। ওই সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য উত্তম কুমার বিশ্বাস তাদের বিদ্যালয় আঙ্গিনায় ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে পার্শ¦বর্তী নজরুল ইসলাম বাবু কলেজের সামনে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বুধবার রাত ৭টার দিকে নব্য আওয়ামী লীগ নেতা তানভির আহমেদসহ তার লোকজন গোপালদী হিন্দুপাড়ায় এসে হামলা চালায়।
×