ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুই মাসের মধ্যে দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি ॥ ইকবাল

প্রকাশিত: ০৬:০২, ৯ জানুয়ারি ২০১৯

দুই মাসের মধ্যে দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি ॥ ইকবাল

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা দেখে কালোটাকা চিহ্নিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ও আগামী দুই মাসের মধ্যে দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একইসঙ্গে সাবেক ও বর্তমান মন্ত্রী-সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমনে সরকারের যে অঙ্গীকার তাতে দুদক আত্মবিশ্বাসী। নতুনভাবে আরও দৃঢ়তার সঙ্গে দুর্নীতি প্রতিরোধে কাজ করব আমরা। আগামী দুই মাসের মধ্যে দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে জানিয়ে চেয়ারম্যান বলেন, আর্থিক খাতের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে। কেবল বেসিক ব্যাংক নয়, সব ব্যাংকেরই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×