ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাথরখেকোদের হামলা ॥ সিলেট টাস্কফোর্সের ১৫ সদস্য আহত

প্রকাশিত: ০৫:২৩, ৮ জানুয়ারি ২০১৯

পাথরখেকোদের হামলা ॥ সিলেট টাস্কফোর্সের ১৫ সদস্য আহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাথরখেকোদের হামলায় টাস্কফোর্সের ১৫ সদস্য আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে বিজিবি সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মচারীরা রয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সোমবার বেলা ১টা থেকে টাস্কফোর্সের অভিযান শুরু হয়। অভিযানের শেষপর্যায়ে পাথরখেকোরা সংঘবদ্ধ হয়ে টাস্কফোর্সের ওপর হামলা চালায়। এতে টাস্কফোর্সের ১৫ জন আহত হয়েছেন। গণপিটুনিতে চট্টগ্রামে চাঁদাবাজ নিহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পাহাড়তলী বাজারে গণপিটুনিতে এক চাঁদাবাজের মৃত্যু হয়েছে। নিহত মহিউদ্দিন বাদলের (৩৫) বাড়ি দক্ষিণ খুলশী এলাকায়। সোমবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, মহিউদ্দিন বাদল একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। কখনও পুলিশের লোক আবার কখনও বিভিন্ন সংগঠনের পরিচয়ে পাহাড়তলী বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না দিলে নানা কৌশলে ফাঁদে ফেলে এবং পুলিশের ভয় দেখিয়ে অর্থ আদায় করা ছিল তার পেশা। সোমবার বেলা ১১টার দিকে সে একটি দোকানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বাদল ওই ব্যবসায়ীকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়ে তার ওপর চড়াও হয়। বেদম গণপিটুনিতে নিহত হয় বাদল। খবর শুনে পুলিশ ছুটে গেলে প্রথমদিকে ব্যবসায়ীরা পুলিশকেও ধাওয়া দেয়। কারণ, এই চাঁদাবাজ নানাভাবে পুলিশের প্রশ্রয় পেয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
×