ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মেরকেলসহ শতাধিক জার্মান নেতার ‘ব্যক্তিগত তথ্য চুরি’

প্রকাশিত: ০৫:২৭, ৫ জানুয়ারি ২০১৯

 মেরকেলসহ শতাধিক জার্মান নেতার  ‘ব্যক্তিগত  তথ্য চুরি’

জনকণ্ঠ ডেস্ক ॥ চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেলসহ জার্মানির শতাধিক রাজনীতিকের ব্যক্তিগত তথ্য চুরি করে সেগুলো টুইটারে প্রকাশ করা হয়েছে। স্থানীয় একটি রেডিওতে শুক্রবার সকালে এ খবর প্রকাশ করা হয় বলে জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই ঘটনাকে দেশটির উপর সবচেয়ে খারাপ সাইবার হামলা বলে বর্ণনা করা হচ্ছে। -খবর ডয়চে ভেলের। কট্টোর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) ছাড়া দেশটির পার্লামেন্টের অংশ আর সব দলের নেতারা কম-বেশি এই হামলার শিকার হয়েছেন। এমনকি প্রাদেশিক পর্যায়ের নেতারাও বাদ যাননি। ‘আরবিবি ইনফোরেডিও’র খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম সাইবার হামলার বিষয়টি আবিষ্কার হয়। যদিও চুরি যাওয়া ওই সব তথ্য গত ডিসেম্বর মাসের প্রথমদিকে পোস্ট করা হয়েছে বলে দেখা যাচ্ছে। হামবুর্গভিত্তিক একটি টুইটার এ্যাকাউন্ট থেকে সেগুলো পোস্ট করা হয়। ওই এ্যাকাউন্টের মালিক নিজেকে নিরাপত্তা গবেষক এবং শিল্পী বলে বর্ণনা করেছেন। যেসব তথ্য ‘লিক’ হয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই নেতাদের ঠিকানা ও ফোন নম্বর, আইডি কার্ড, অনলাইনে ব্যক্তিগত আলাপ, ব্যাংক লেনদেন এবং অন্যান্য আর্থিক বিষয়ের বিস্তারিত তথ্য রয়েছে। তবে ‘লিক’ হওয়া তথ্যের কোনটিই ‘রাষ্ট্রীয় অত্যন্ত সংবেদনশীল গোপন তথ্য নয়’ বলে রেডিওর খবরে বলা হয়েছে। টুইটারে প্রকাশ করা ওই সব তথ্যের কিছু কিছু বছরখানেক পুরনো। কে বা কারা কী কারণে এসব তথ্য চুরি করে প্রকাশ করেছে তা এখনও জানা যায়নি।
×