ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে শামীম ও বাবু তৃতীয়বার সংসদ সদস্য হলেন

প্রকাশিত: ০৭:০৮, ৪ জানুয়ারি ২০১৯

 নারায়ণগঞ্জে শামীম ও বাবু তৃতীয়বার সংসদ সদস্য হলেন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু তৃতীয়বারের মতো বেসরকারীভাবে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান নৌকা প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচেনে ৩ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে তৃতীয়বাবের মতো সংসদ সদস্য পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শরিক দল ২০ দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসাইন কাশেমী (ধানের শীষ) পেয়েছেন ৭৬ হাজার ৫শ’ ৮২ ভোট। শামীম ওসমান ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু এবার নৌকা প্রতীকে ২ লাখ ৩৬ হাজার ৮২ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বেসরকারীভাবে সংসদ সদস্য পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ১শ’ ৫২ ভোট। নজরুল ইসলাম বাবু ২০০৮ সালের সংসদ সদস্য নির্বাচনে নৌকা প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৯৭ হাজার ৭শ’ ৮৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারীভাবে সংসদ সদস্য পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান (ধানের শীষ) পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট। লিয়াকত হোসেন খোকা মহাজোট থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান লাঙ্গল প্রতীকে ২ লাখ ৮০ হাজার ৫শ’ ৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের এসএম আকরাম (ধানের শীষ) পেয়েছেন ৫১ হাজার ৯শ’ ৮৬ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের পর উপনির্বাচনে একেএম সেলিম ওসমান তার মরহুম বড়ভাই একেএম নাসিম ওসমানের আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
×