ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আজ

পাকিদের সমতা ফেরানোর লড়াই

প্রকাশিত: ০৬:৪০, ৩ জানুয়ারি ২০১৯

পাকিদের সমতা ফেরানোর লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরিয়নে ৬ উইকেটের বড় হারে তিন টেস্টের সিরিজে ১-০তে পিছিয়ে পড়া সফরকারী পাকিস্তান সমতা ফেরাতে মরিয়া। আজ থেকে কেপটাউনে শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ। সফরকারী অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘আমরা প্রথম ম্যাচে ভাল খেলতে পারিনি। আশাকরি দ্বিতীয় ম্যাচে দল ঘুরে দাঁড়াবে। সেঞ্চুরিয়নে আমাদের অনেক ভুল ছিল। কেপটাউনে এসব ভুলের পুনরাবৃত্তি করতে চাই না। আশাকরি ছেলেরা সবকিছু বুঝতে পারবে এবং নিজেদের সেরাটা দিয়েই আমরা সিরিজে সমতায় ফিরতে পারব।’ প্রথম টেস্টে বোলাররা দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমানতালে লড়াই করেন। কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে আশানুরূপ পারফর্মেন্স পায়নি পাকিস্তান। দু’ইনিংসে ১৮১ ও ১৯০ রান করে ম্যাচ হারে পাকিরা। কেপটাউনে তাই ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর চাইছেন অধিনায়ক। ‘বোলাররা তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু ব্যাটসম্যানরা ব্যর্থ। তাদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। বড় ইনিংস খেলতে হবে। যাতে বোলাররা লড়াই করার পুঁজি পায়’ যোগ করে সরফরাজ। সমতা আনতে মরিয়া অতিথি সেনাপতি আরও যোগ করেন, ‘আব্বাস কেপটাউনে ফিরছে। আমাদের পেস এ্যাটাক আরও শক্তিশালী হবে।’ উল্লেখ্য, ঘাড়ের ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। কেপটাউন টেস্ট খেলার জন্য আব্বাস তৈরি বলে জানিয়েছেন সরফরাজ। মোহাম্মদ আমির, হাসান আলি আর শাহেন শাহ আফ্রিদি তো আছেনই। ওদিকে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলারই কথা ছিা না ডানহাতি পেসার ডোয়াইন ওলিভারের। আরেক পেসার ভারনন ফিল্যান্ডার ইনজুরিতে পড়ায় একাদশে সুযোগ পান ওলিভার। সুযোগ পেয়ে বাজিমাত করেন তিনি। ৯৬ রানে ১১ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। তবে কেপটাউন টেস্টের জন্য ফিট হয়ে উঠেছেন ফিল্যান্ডার। সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা নিশ্চিত বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। তিনি বলেন, ‘ইনজুরি থেকে সুস্থ হয়েছেন ফিল্যান্ডার। কেপটাউন টেস্টে তার খেলা নিশ্চিত।’ ফিল্যান্ডার ফেরাতে দল থেকে বাদ পড়তে পাড়েন প্রথম টেস্টের নায়ক ওলিভার। দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। তাদের জায়গায় ওলিভারের সুযোগ পাওয়াটা কঠিনই বটে। কারণ গেল বছর টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রাবাদা। আর দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি এই স্টেইন। তবে একাদশ যাই হোক না কেন দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু-প্লেসিস। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। ঈ্রথম টেস্ট জিতে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। দ্বিতীয় ম্যাচও জয়ের ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ ম্যাচ জিতেই সিরিজ জয় করতে চাই আমরা।’ ১৯৯৪ থেকে এ পর্যন্ত কখনই দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। মুখোমুখি ২৩ টেস্টে জয় মাত্র ৪টিতে। হার ১২। ড্র ৭টি। ২০১৩ সালে আগের সফরে গ্রায়েম স্মিথদের কাছে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হয়েছিল মিসবাহ উল হকের পাকিস্তান। দলটি এই মুহূর্তে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে, দক্ষিণ আফ্রিকা তিনে। সিরিজে পাকিদের ৩-০তে হারাতে পারলে ইংল্যান্ডকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে যাবে ডু-প্লেসিসের দল।
×