ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুদ হার মেনে চলছে না ব্যাংকগুলো

প্রকাশিত: ০৩:৫৮, ৩ জানুয়ারি ২০১৯

সুদ হার মেনে চলছে না ব্যাংকগুলো

অর্থনৈতিক রিপোটার ॥ সুদ হারের নয় ছয় এখন আর মেনে চলছে না ব্যাংকগুলো। কোন কোন ব্যাংক সাড়ে দশ শতাংশ পর্যন্ত সুদে আমানত সংগ্রহ করছে। যা গোটা ব্যাংক খাতের ঋণের সুদ হারকে আবারও উস্কে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক মনে করে, মূলত সঞ্চয়পত্রের সুদ হারই এজন্য দায়ী। নতুন সরকার গঠন হলে এ সমস্যার সমাধান হবে। মাত্র চার মাস আগে বহু নাটকীয়তার মধ্য দিয়ে ব্যাংকের আমানত ও ঋণের সুদ হার যথাক্রমে ৬ ও ৯ শতাংশ নির্ধারিত হয়। তবে এ বিষয়ে ছিল না বাংলাদেশ ব্যাংকের কোন প্রজ্ঞাপন। সেই সুযোগটাই নিচ্ছে কয়েকটি ব্যাংক। নির্বাচন নিয়ে সরকার যখন ব্যস্ত তখন সাড়ে ১০ শতাংশ পর্যন্ত সুদে আমানত সংগ্রহ করছে তারা। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এবিবিও। এবিবির দাবি, যেহেতু সংগঠনটি কোন নিয়ন্ত্রক সংস্থা নয়।
×