ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় দুটি মাছের ঘের দখল ॥ মেম্বারকে মারধর

প্রকাশিত: ০৩:৫৪, ২ জানুয়ারি ২০১৯

কলাপাড়ায় দুটি মাছের ঘের দখল ॥ মেম্বারকে মারধর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ জানুয়ারি ॥ চরচাপলী গ্রামের কৃষক নিজাম হাওলাদারের মাছের ঘের দখল করে নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় সশস্ত্র অবস্থায় ছাত্রলীগের ক্যাডার নাহিদ পারভেজ ওরফে পারভেজের নেতৃত্বে সুজন, রুমান, জুয়েল, মোস্তাক, মাসুদসহ ৩০-৪০ সন্ত্রাসী ঘেরটি দখল করে নেয়। এ সময় নিজাম হাওলাদারের মাছের ঘেরের পাহারার ছোট্ট ঘরটিও দখল করে নেয়া হয়। ঘেরের কাছে গেলে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। নিজাম হাওলাদারের স্ত্রী রুমা বলেন, ‘মাটিমুটি কাইড্যা মোরা জমির মুখশায় হোতাখালে ৭/৮ বছর ধরে ঘের করছি। হেইয়া আইজ (মঙ্গলবার) সন্ত্রাসীরা হুদা কলসির পানি মোগো ঘেরে ঢাইল্যা দাও, বগি দিয়া মোগো লড়াইয়া হাত কাইট্টা হালানোর ভয় দেখাইয়া গ্যাছে। মোরা এহন ভয়ের মধ্যে আছি। ঘেরে আর যাইতে মানা করছে।’ অভিযুক্ত ছাত্রলীগ নেতা পারভেজকে মোবাইল করলে তিনি রিসিভ করেননি। একইভাবে সোমবার ভোররাতে অনন্তপাড়া ব্রিজের পর্বপাশে রাজ্জাক হাওলাদারের ছেলে আরেক নিজামের নিজের জমিতে করা ঘেরের প্রায় দেড় লাখ টাকার মাছ ধরে নেয় মতিন সরদার, ইকবাল, সুজনসহ একদল সশস্ত্র সন্ত্রাসী। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে সোমবার দিবাগত রাতে টিয়াখালী ইউনিয়নের মেম্বার স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহমান সিকদারকে বেধড়ক মারধর করে অবরুদ্ধ করে রাখা হয়। রজপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পরে তাকে নবনর্বাচিত এমপি অধ্যক্ষ মহিববুর রহমানের নির্দেশে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। রহমানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোকসেদকে প্রধানসহ ১৫/১৬ জনের নামে মামলা করা হয়েছে। একই দলের প্রতিপক্ষ রহমানকে মারধর করে বলে তার অভিযোগ। এছাড়াও নির্বাচনে প্রতিপক্ষ বানিয়ে চাঁদার দাবিতে মঙ্গলবার খুব ভোরে কলাপাড়া ফেরিঘাট এলাকায় দোকানি মন্টুসহ একটি চায়ের দোকান ও একটি ওয়ার্কশপসহ চার দোকানে তাল ঝুলিয়ে দেয় সাবেক রিক্সাচালক স্বঘোষিত ক্যাডার আবুল কালাম। পরে শ্রমিক নেতা তারেকুজ্জামান তারেক বয়াতী গিয়ে দোকানের তালা খুলে দেয়। কালাম গাঢাকা দিয়েছে। নির্বাচন পরবর্তী অতি উৎসাহী এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের কারণে সরকারী দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে সাধারণ নেতাকর্মীদের অভিমত।
×