ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগের ধন্যবাদ

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৮

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগের ধন্যবাদ

বিশেষ প্রতিনিধি ॥ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করায় বাংলাদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একইসঙ্গে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করায় দলের সভাপতি শেখ হাসিনাকেও আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি। তিনি বলেন, যে কোন বিবেচনায় এটি ছিল একটি ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনে ভোট দেয়ায় বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শান্তিপূর্ণ নির্বাচন করাটা ছিল একটি চ্যালেঞ্জ। যা জনগণের সহায়তায় সম্ভব হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে অর্থবহ সংলাপের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের শুভ সূচনা করায় প্রধানমন্ত্রীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি-জামায়াতের সহিংসতায় দুই আনসার সদস্য প্রাণ হারিয়েছেন উল্লেখ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এই আওয়ামী লীগ নেতা। সেইসঙ্গে সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। আবদুর রহমান বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে এবার সহিংসতা কম। ২৯৯টি নির্বাচনী এলাকায় মাত্র ১৬টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল আশাব্যঞ্জক। আমরা দেখেছি মা তার শিশুকে নিয়ে, গর্ভবতী নারী, প্রতিবন্ধী ও বৃদ্ধ-বৃদ্ধারা ভোট দিয়েছেন। সর্বস্তরের মানুষের এই ভোট প্রদান প্রমাণ করে যে নির্বাচন অংশগ্রহণমূলক ছিল। আবদুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সেই নির্বাচনের ফলাফল আমরা মেনে নেয়ার জন্য প্রস্তুত রয়েছি। গণমাধ্যম এবং দলীয় সূত্র থেকে বিভিন্ন নির্বাচনী এলাকার ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে নিশ্চিতভাবে বলা যায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও মহাজোট বিপুল ভোটের ব্যবধানে অধিকাংশ আসনে জয়লাভ করবে। সংবাদ সম্মেলন থেকে শান্তিপূর্ণ নির্বাচন করায় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বিজিবি, গ্রাম পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি নির্বাচনে যেসব রাজনৈতিক দল অংশ নিয়েছে তাদেরও অভিনন্দন জানানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ভোটার, জনসাধারণ বিশেষ করে নারী ও নতুন ভোটারদের শুভেচ্ছা জানান আবদুর রহমান। নির্বাচনের খবর সুষ্ঠুভাবে মানুষের কাছে পৌঁছে দেয়ায় গণমাধ্যমকেও ধন্যবাদ জানানো হয়। নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার ॥ এর আগে সকাল ও দুপুরে দুদফা সংবাদ সম্মেলনে দলটির অপর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সারাদেশেই নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছেন। সব জায়গায় ভোটারদের সরব উপস্থিতি ছিল। পছন্দের প্রার্থীকে ভোটাররা ভোট দিয়েছেন। তবে নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি-জামায়াত সন্ত্রাস-সহিংসতার পথ বেছে নিয়েছে। তাদের হামলায় আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মী নিহত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের রাইফেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। নাটোর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁওয়ে তারা (বিএনপি-জামায়াত) আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করেছে। ঢাকায় প্রার্থী সালমা ইসলাম, যাকে বিএনপি সমর্থন দিয়েছে তার পক্ষে ভোট কেনার সময় চারজন আটক হয়েছেন। এভাবে বিএনপি-জামায়াত সন্ত্রাস করে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। অথচ কামাল হোসেনের মতো প্রবীণ ব্যক্তিরাও রিজভী সাহেবদের মতো হাস্যকর অভিযোগ করছেন। এসময় তিনি জনগণকে ধৈর্যর সঙ্গে পরিবেশ পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। নির্বাচন শেষ ও ফলাফল ঘোষণা না পর্যন্ত ধৈর্য ধরে ভোটকেন্দ্রে অবস্থান করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা জানান, আমাদের নেতাকর্মী ও সবার প্রতি আহ্বান জানাই- ভোটগ্রহণ শেষ হওয়া ও ফলাফল ঘোষণা পর্যন্ত আপনারা কেন্দ্রে অবস্থান করুন। তিনি বলেন, দেশজুড়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। অতীতের যেকোন সময়ের চেয়ে এবার সহিংসতা কম হয়েছে, যা গত ৪৭ বছরেও হয়নি। আগে বিভিন্ন সময় এর চেয়ে অনেক বেশি সহিংস ঘটনা ঘটেছে। তবে এবারও কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিন দফা এসব সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×